অমরাবতী: অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান বিরোধী দলনেতা এন চন্দ্রবাবু নাইডুর শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে। তাঁর কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। চন্দ্রবাবুর মৃদু উপসর্গ রয়েছে। করোনায় সংক্রামিত হওয়ার বিষয়টি নিজেই টুইট করে জানিয়েছেন তিনি। চন্দ্রবাবু টুইটারে লিখেছেন, ‘আমার কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। মৃদু উপসর্গ রয়েছে। বাড়িতেই আইসোলেশনে রয়েছি।’ সেই সঙ্গে তিনি আরও লিখেছেন, ‘গত কয়েকদিনে যাঁরা আমার সংস্পর্শে এসেছেন, তাঁদের দ্রুত লালার নমুনা পরীক্ষা করিয়ে নেওয়ার অনুরোধ করছি।’ সকলকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুনঃ বিজেপির বিক্ষুব্ধদের পিকনিক নিয়ে মুখ খুললেন দিলীপ ঘোষ
Former Chief Minister and current Leader of Opposition in Andhra Pradesh, N Chandrababu Naidu has tested positive for #COVID19 with mild symptoms. pic.twitter.com/ShwZA3JuD6
— ANI (@ANI) January 18, 2022