রাজ্য

Nagrakata | লুচি-সবজি থেকে গাজরের হালুয়া, বিয়ের সুবর্ণ জয়ন্তীতে শ্রমিকদের জন্য ভোজের আয়োজন বাগানকর্তার

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: চা বাগান মানেই অনেকের কাছে এখনও যেন ব্রিটিশ উপনিবেশের ছায়া। বিচ্ছিন্ন দ্বীপে একনায়কের শাসনও। পরিচালকদের সঙ্গে শ্রমিকদের আসমান জমিন দূরত্ব। এমনটা মনে করার পেছনে নানা কারণও রয়েছে বৈকি! তবে ব্যতিক্রমও কম কিছু নেই। দিন কয়েক আগে তা দেখিয়েছিলেন রেড ব্যাংক চা বাগানের মালিক সুশীল কুমার পাল। মঙ্গলবার এমনই নজির তৈরি করলেন ডুয়ার্সের (Dooars) অন্যতম প্রবীণ বাগান ম্যানেজার অভয় সিং জৈন। নাগরাকাটার (Nagrakata) ভগতপুর চা বাগানের ওই শীর্ষ পরিচালক নিজের দাম্পত্য জীবনের সুবর্ণ জয়ন্তী বর্ষ পালন করলেন শ্রমিকদের সঙ্গে। সম্প্রতি, তিনি পেরিয়ে এসেছেন চা শিল্পে কাজ করার ৫৫ বছর। এদিন সেটাও যৌথভাবে পালন করেছেন তিনি। শুধুই কি বর্ণাঢ্য অনুষ্ঠান? দুটি মূহুর্তকে স্মরণীয় করে রাখতে ভোজের ব্যবস্থা করেছেন আড়াই হাজার শ্রমিকের জন্য। মেনুতে ছিল লুচি, সবজি, গাজরের হালুয়া, ও জিলিপি। সব মিলিয়ে মঙ্গলবাসরীয় ভগতপুর চা বাগান ছিল উৎসবময়।

ম্যানেজার অবশ্য এতে গর্ব করার মতো কিছু দেখছেন না। তিনি বলেন, ‘শ্রমিকদের সঙ্গেই ঘর সংসার। প্রত্যেকেই আমার বৃহত্তর পরিবারের সদস্য। নিজের জীবনের স্মরণীয় মূহুর্তগুলি তো পরিবারকে নিয়েই পালন করতে হয়।’ শ্রমিক আশা ওরাওঁ বলেন, ‘ওঁনার প্রতি শ্রদ্ধা আরও কয়েকগুণ বেড়ে গেল।’ রীণা কুজুর নামে এক প্রবীণ শ্রমিকের কথায়, ‘সকালে যখন কাজে যাই জানা ছিল না এত বড় আয়োজন আমাদের জন্য অপেক্ষা করছে।’ এদিন সকাল থেকেই ভগৎপুরের ফ্যাক্টরিতে ছিল সাজ সাজ রব। সেখানে একটি মঞ্চ তৈরি করা হয়। বাইরে থেকে নিয়ে আসা হয় বেশ কয়েকজন রাঁধুনি। বিশাল কড়াইতে দিনভর রান্না হয়। সেইসব খাবার শ্রমিকদের প্যাকেটে করে নিজে হাতে তুলে দেন জৈন দম্পতি। শুধু শ্রমিকরাই নন, আশপাশের শ্রমিক মহল্লার মানুষও এতে সম্মিলিত হন।

বাগানের সহকারী ম্যানেজার শ্যাম সুন্দর সাহা বলেন, ‘যতক্ষণ মানুষ এসেছে ততক্ষনই উনুন জ্বলেছে। ম্যানেজারের নির্দেশই ছিল কাউকে যাতে শুকনো মুখে ফেরত যেতে না হয়।’

Sushmita Ghosh

Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Recent Posts

Aam Admi Party | বেনজির! আবগারি দুর্নীতিতে ইডি-র চার্জশিটে অভিযুক্ত ‘আম আদমি পার্টি’

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দিল্লির আবগারি দুর্নীতি মামলায় নজিরবিহীন ভাবে অভিযুক্ত করা হয়েছে আম আদমি…

4 mins ago

Balurghat | উচ্চমাধ্যমিকের ফলে বিষন্ন! বান্ধবীর প্রেমিককে বিয়ে করতে মন খারাপের ‘নাটক’ ছাত্রীর

বালুরঘাটঃ অবশেষে খোঁজ মিলল রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যাওয়া ছাত্রীর। উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের পরই নিখোঁজ…

28 mins ago

Bihar | চিকিৎসার গাফিলতিতে বৃদ্ধের মৃত্যু! রাস্তা অবরোধ করে বিক্ষোভ

কিশনগঞ্জ: চিকিৎসার গাফিলতিতে (Medical Negligence) বৃদ্ধের মৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়াল বিহারের (Bihar) পূর্ণিয়ার (Purnia) খাজাঞ্চি…

41 mins ago

Collapse factory’s wall | কারখানার পাঁচিল ভেঙে বিপত্তি, চাপা পড়ে মৃত্যু দুই ঠিকা শ্রমিকের, এলাকায় তুমুল উত্তেজনা

দুর্গাপুরঃ প্রাচীরের নীচে চাপা পড়ে মৃত্যু হল দুই ঠিকা শ্রমিকের। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে পশ্চিম…

1 hour ago

Viral Audio | নিয়োগ দুর্নীতিতে নাম জড়াল দেবের! অডিও বার্তা প্রকাশ্যে আনলেন বিজেপির হিরণ

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: লোকসভা ভোটের আবহে বঙ্গ রাজনীতিতে সামনে আসছে একের পর এক বিতর্কিত…

2 hours ago

Jalpaiguri | হাতির হামলায় মৃত্যু ঘিরে উত্তপ্ত বেলাকোবা, বন দপ্তরের গাড়ি ভাঙচুর!

বেলাকোবা: হাতির হামলায় (Elephant Attack) যুবতীর মৃত্যুতে ঘিরে উত্তপ্ত হয়ে উঠল জলপাইগুড়ি (Jalpaiguri) জেলার বেলাকোবা…

2 hours ago

This website uses cookies.