নাগরাকাটা: স্বামীর স্মৃতিতে স্কুলে প্রেক্ষাগৃহ তৈরি করে দিলেন স্ত্রী। এর জন্য তিনি ব্যয় করলেন ৫ লক্ষ টাকা। মহিলার আর্থিক সহায়তায় প্রেক্ষাগৃহটি তৈরি হয়েছে নাগরাকাটা ব্লকের আংরাভাসা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের আপার কলাবাড়ির ডুয়ার্স পাবলিক স্কুলে। বুধবার স্কুলের প্রতিষ্ঠা দিবসে প্রেক্ষাগৃহের উদ্বোধন করেন মায়া ছেত্রী।
জানা গিয়েছে, বছর দেড়েক আগে মৃত্যু হয় নেহেরু যুব কেন্দ্রের প্রাক্তন আধিকারিক পূরণ ছেত্রীর। পূরণের মৃত্যুর পর তাঁর জমানো টাকার একটা অংশ পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের সর্বাঙ্গীন বিকাশে খরচ করার সিদ্ধান্ত নেন স্ত্রী মায়া ছেত্রী। এরপরই তাঁর মাথায় আসে ছাত্রছাত্রীদের জন্য একটি প্রেক্ষাগৃহ নির্মাণের। সেই মতোই তিনি যোগাযোগ করেন নাগরাকাটা ব্লকের আংরাভাসা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের আপার কলাবাড়ির ডুয়ার্স পাবলিক স্কুলের কর্তৃপক্ষের সঙ্গে। মায়া ছেত্রীর প্রস্তাবে রাজি হয়ে যায় কর্তৃপক্ষ। এরপরই শুরু হয় স্কুলের জমিতে প্রেক্ষাগৃহ নির্মাণের কাজ। সেই কাজে তিনি ব্যয় করে আনুমানিক ৫ লক্ষ টাকা। তাঁর এই উদ্যোগকে কুর্ণিশ জানিয়েছেন অভিভাবকমহল থেকে এলাকার সাধারণ মানুষ।
স্কুলের অধ্যক্ষ প্রকাশ ছেত্রী বলেন, ‘ছাত্র ছাত্রীদের সর্বাঙ্গীন বিকাশে নতুন অডিটোরিয়াম নানাভাবে কাজ করবে। সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে আলোচনা, সভা, সেমিনার সমস্ত কিছুই এখন ওই হল ঘরে করা সম্ভব হবে। মায়া দেবীর কাছে আমরা কৃতজ্ঞ রইলাম।’