উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কিছুদিন আগেই ইজরায়েলি হামলায় নিহত হন প্রাক্তন হেজবোল্লা প্রধান হাসান নাসরুল্লা (Hassan Nasrallah)। এবার তাঁর জায়গায় এলেন নতুন হেজবোল্লা প্রধান (New Hezbollah Chief)। নাইম কাসেম (Naim Qassem) নয়া হেজবোল্লা প্রধান হিসেবে স্থলাভিষিক্ত হয়েছেন। মঙ্গলবার হেজবোল্লার তরফে একথা ঘোষণা করা হয়েছে। ইরানের মদতপুষ্ট এই জঙ্গিগোষ্ঠীর ডেপুটি সেক্রেটারি জেনারেল (Deputy secretary general) পদে ছিলেন তিনি। এমনকি হেজবোল্লার সশস্ত্র বাহিনীর দায়িত্বও রয়েছে তাঁর হাতেই।
বিগত ৩০ বছরেরও বেশি সময় ধরে নাইম কাসেম হেজবোল্লার সঙ্গে যুক্ত রয়েছেন। সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য তিনি। ১৯৯১ সালে তিনি ডেপুটি সেক্রেটারি জেনারেল পদে বসেন। এত বছর ধরে নাইম হেজবোল্লার অন্যতম প্রভাবশালী নেতা হিসেবে নিজের অবস্থানকে শক্ত করেছেন। লেবাননের শিয়া আমাল আন্দোলনের মাধ্যমে নাইমের রাজনৈতিক সক্রিয়তা শুরু হয়। তবে ১৯৭৯ সালে ইরানের ইসলামি বিপ্লবের পরিপ্রেক্ষিতে দলটি ত্যাগ করেন।
এদিকে নাসরুল্লার মৃত্যুর পর তাঁর উত্তরসূরি হিসেবে হাশেম সাফিউদ্দিনের (Hashem Safieddine) নাম ঘোষণা করেছিল হেজবোল্লা। কিন্তু ইজরায়েলের বিমান হামলায় মৃত্যু হয়েছে তাঁরও, এমনই দাবি করেছিল নেতানিয়াহুর সরকার। এবার নাসরুল্লা, সাফিউদ্দিনের মৃত্যুর পর প্রধান হিসেবে দায়িত্ব পেলেন হেজবোল্লার এই প্রভাবশালী নেতা।