উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সাতসকালে দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন এক তৃণমূলকর্মী। জখম হয়েছেন আরও দু’জন। ঘটনাটি ঘটেছে নদিয়ার নাকাশিপাড়া থানার ধাপারিয়া এলাকায়। মৃতের নাম মাতিয়াজুল দফাদার। অভিযোগ, বুধবার সকালে মাতিয়াজুলের বাড়িতে ঢুকে গুলি চালায় তৃণমূল আশ্রিত কয়েকজন দুষ্কৃতী। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ধারালো অস্ত্রের কোপে গুরুতর জখম হয়েছেন দু’জন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরিবারের সদস্য গুলমিষা বিবির অভিযোগ, তাঁদের পরিবারের প্রত্যেকেই তৃণমূল দল করেন। বেশ কয়েকদিন ধরেই তৃণমূলেরই অন্য একটি গোষ্ঠী তাঁদের বিভিন্নভাবে হুমকি দিচ্ছিল বলে অভিযোগ। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে নাকাশিপাড়া থানার পুলিশ।