উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: লোকসভায় বাজেট অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদজ্ঞাপক ভাষণ দিতে গিয়ে নাম না করে বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে কটাক্ষে ভরিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। মোদি এদিন বলেন, ‘গরিবের কুঁড়েঘরের সামনে নিজের বিনোদনের জন্য ফোটোশুট করতে যাদের আপত্তি থাকে না তারাই সংসদে গরিবদের নিয়ে আলোচনায় বোর হন। ’ শুধু এখানেই থামেননি প্রধানমন্ত্রী, রাহুল গান্ধিকে আক্রমণ করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রসঙ্গে তিনি বলেন, ‘কেউ এআইকে মনোরঞ্জনের বিষয় বলে মনে করেন কিন্তু আমার কাছে এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও অ্যাসপিরেশনাল ইন্ডিয়া।’ তিনি আরও জানান, ভারত একদিন গেমিং ক্যাপিটাল হয়ে উঠবে। নাম না করে রাহুল গান্ধিকে আবারও তাঁর কটাক্ষ, ‘যারা বারবার ভোটে হেরে যায়, তাদের মানসিক ভারসাম্য তো হারাবেই।’
শুধু রাহুল গান্ধি নন, মোদির নিশানায় ছিলেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালও। নাম না করে কেজরিওয়ালকে বিঁধে মোদি জানান, কোনও কোনও নেতার নজর থাকে স্টাইলিশ শাওয়ার-জাক্যুজির দিকে, কিন্তু, আমাদের লক্ষ্য সকলের ঘরে জল পৌঁছানো। মুখ্যমন্ত্রী থাকাকালীন কেজরিওয়ালের বিলাসবহুল বাংলো নিয়ে সম্প্রতি বিতর্ক উসকে দিয়েছে বিজেপি। প্রধানমনন্ত্রী নিজেও জনসভায় এনিয়ে কটাক্ষ করেছেন। এবার সংসদেও সেই প্রসঙ্গ উত্থাপন করে দিল্লি নির্বাচনের আগে আম আদমি পার্টিকে বিঁধতে চাইলেন মোদি।