উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ‘গীতা ও সত্যের ভূমিতে উন্নয়ন ও সুশাসনের জয় হয়েছে’, হরিয়ানায় (Haryana) বিপুল জয়ের পর এই বার্তাই দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার জয়ের পর দলের নেতা-কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী (Narendra Modi)। বিজেপি হরিয়ানায় জয়ের পাশাপাশি জম্মু কাশ্মীরের ফলাফলকেও যথেষ্ট উৎসাহব্যাঞ্জক হিসেবেই দেখছে। ফলে এদিন ভাষণে যথেষ্টই আগ্রাসী ছিলেন মোদি। স্বাভাবিকভাবেই তিনি কঠোর আক্রমণ করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধিকে।
মোদির কথায়, ‘এক্সিট পোল দেখিয়ে ছিল কংগ্রেস হরিয়ানায় সুইপ করবে, কিন্তু হরিয়ানার ভোটাররা কংগ্রেসকে ‘নো এন্ট্রি’ বোর্ড দেখিয়েছেন।’ মোদি জানান, কংগ্রেসকে সাধারণত কোথাও ভোটাররা দ্বীতিয়বার সুযোগ দেননি। খুব কমই এরা ক্ষমতা থেকে গিয়ে ক্ষমতায় ফিরেছে। অসমে ১৩ বছর আগে কংগ্রেস ক্ষমতায় ফিরেছিল। কিন্তু অনেক রাজ্য আছে যেখানে কংগ্রেস ৬০ বছরেও ক্ষমতায় আসেনি।’
জাতি গণনা নিয়েও কংগ্রেস তথা রাহুল গান্ধিকে (Rahul Gandhi) একহাত নেন মোদি। বলেন, ‘যারা মুখে রূপোর চামচ নিয়ে জন্মগ্রহণ করে পাঁচ তারা জীবনযাপন করে তাঁরা চান দলিতরা নিজেদের মধ্যে জাতের ভিত্তিতে লড়াই করে মরুক।’ তাঁর সংযোজন, ‘দলিতরা জানে কারা তাঁদের উপর সবচেয়ে বেশি অত্যাচার করেছে।’ প্রধানমন্ত্রীর অভিযোগ, ‘কংগ্রেস (Congress) সবরকম ভাবে দলিত, আদিবাসী, কৃষক, ও যুব সম্প্রদায়কে উসকানি দিতে চেয়েছে। কিন্তু মানুষ তাদের চাল বুঝে গিয়ে তাঁদের প্রত্যাখান করেছে।’ এরপরই মোদির তোপ, ‘কংগ্রেস দেশে নৈরাজ্য ছড়িয়ে দেশকে দুর্বল করতে চাইছে। যারা দেশের পক্ষে তাঁরাই বিজেপির পক্ষে’