উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : কানাডায় জি-৭ শীর্ষ সম্মেলনে ট্রাম্পের নৈশভোজের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু কেন সেই আমন্ত্রণ প্রত্যাখান করেছিলেন আজ ওডিশার ভুবনেশ্বরে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সেকথা খোলসা করলেন প্রধানমন্ত্রী নিজেই। মোদির কথায় , মহাপ্রভু জগন্নাথের দেশে যাওয়ার জন্যই ট্রাম্পের আহ্বান প্রত্যাখান করতে হয়েছিল তাঁকে।
বিদেশ সফর শেষে দেশে ফিরেই প্রধানমন্ত্রী গিয়েছেন ওডিশা সফরে। ভুবনেশ্বরে বিজেপি সরকারের প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘মাত্র দুই দিন আগে, আমি জি-৭ শীর্ষ সম্মেলনের জন্য কানাডায় ছিলাম এবং মার্কিন রাষ্ট্রপতি ট্রাম্প আমাকে ফোন করেছিলেন। তিনি বলেছিলেন, যেহেতু আপনি কানাডায় এসেছেন, ওয়াশিংটন হয়ে যান, আমরা একসঙ্গে ডিনার করব এবং কথা বলব। তিনি খুব জোর দিয়ে আমন্ত্রণ জানিয়েছিলেন। আমি মার্কিন রাষ্ট্রপতিকে বলেছিলাম, আমন্ত্রণের জন্য আপনাকে ধন্যবাদ। মহাপ্রভুর দেশে যাওয়া আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং তাই আমি বিনয়ের সঙ্গে তার আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছি এবং মহাপ্রভুর প্রতি ভালবাসা এবং ভক্তি আমাকে ওডিশায় নিয়ে এসেছে।’
২০২৪ সালের জুনে ওডিশায় সরকার গঠন করে বিজেপি। বিজেপি সরকার গঠনের পর থেকে ষষ্ঠবারের মতো ওডিশা সফরে এসেছেন প্রধানমন্ত্রী। এদিন ১৮,৬০০ কোটি টাকারও বেশি বরাদ্দে ১০৫ টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন এবং ‘ওডিশা ভিশন ডকুমেন্ট’ উন্মোচন করেন। প্রধানমন্ত্রীর উদ্বোধন করা প্রকল্পগুলির মধ্যে রয়েছে পানীয় জল ও সেচ, স্বাস্থ্য পরিকাঠামো, গ্রামীণ সড়ক ও সেতু, জাতীয় মহাসড়ক এবং রেল পরিকাঠামো।