উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফের পিছোল সুনীতা উইলিয়ামস (Sunita Williams) ও বুচ উইলমোরদের (Butch Wilmore) পৃথিবীতে ফেরা। দীর্ঘ ৯ মাস ধরে আন্তর্জাতিক স্পেস স্টেশনেই আটকে রয়েছেন তাঁরা। সুনীতাদের ফিরিয়ে আনতে নাসা ও এলন মাস্কের সংস্থা স্পেসএক্সের (SpaceX) যৌথ উদ্যোগে রকেট মহাকাশে পাড়ি দেওয়ার কথা ছিল। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে নির্ধারিত সময়ে রকেট উৎক্ষেপণ (Launch) করা যায়নি।
সূত্রের খবর, ১২ মার্চ ক্রিউ-১০ মহাকাশযানের সুনীতাদের আনতে মহাকাশে পাড়ি দেওয়ার কথা ছিল। দুই মার্কিন মহাকাশচারী এবং জাপান ও রাশিয়ার থেকেও দুই মহাকাশচারীর যাওয়ার কথা ছিল এই মহাকাশযানে চেপে। কিন্তু পরবর্তীতে নাসা বিবৃতি দিয়ে জানায়, ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে ফ্যালকন ৯ রকেট উৎক্ষেপণ করার কথা ছিল। কিন্তু উৎক্ষেপণের ঠিক আগেই রকেটটির গ্রাউন্ড সাপোর্ট ক্ল্যাম্প আর্ম সহ হাইড্রোলিক সিস্টেমের সমস্যা দেখা দেয়। বিপদ এড়াতে তড়িঘড়ি ক্রু-১০ মিশনের উৎক্ষেপণ বাতিলের ঘোষণা করে নাসা ও স্পেসএক্স। আপাতত মিশনটি স্থগিত রাখা হয়েছে। তবে যান্ত্রিক ত্রুটির দ্রুত সমাধান করা গেলে শুক্রবার ফের একবার রকেট লঞ্চের ব্যবস্থা করবে নাসা।
প্রসঙ্গত, গত বছরের জুনে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (International Space Station) পাড়ি দিয়েছিলেন সুনীতা ও বুচ উইলমোর। কিন্তু মহাকাশযানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় তাঁরা আর ফিরতে পারেনি। সুনীতাদের ছাড়াই পৃথিবীতে ফেরত আসে মহাকাশযানটি। সেই থেকেই তাঁদের ফিরে আসা বারবার পিছিয়ে এসেছে। পরবর্তীতে এলন মাস্কের সংস্থা স্পেসএক্সের সঙ্গে হাত মিলিয়ে সুনীতাদের ফিরিয়ে আনার উদ্যোগ নেয় নাসা।