রাজ্য

Naxalbari | ডিজের শব্দ দূষণে বিঘ্নিত স্কুলের পঠনপাঠন! শোরগোল নকশালবাড়িতে

নকশালবাড়ি: স্কুল চলাকালীন উচ্চস্বরে ডিজে বাজিয়ে ব্লক ভাওয়াইয়া সংগীতের প্রতিযোগিতার অভিযোগ উঠল নকশালবাড়িতে (Naxalbari)। ডিজের শব্দ দূষণে বিঘ্নিত হল মণিরাম জোত প্রাথমিক স্কুলের পঠনপাঠন।

মঙ্গলবার নকশালবাড়ি ব্লক প্রশাসনের তরফে ৩৫তম ব্লক ভাওয়াইয়া (Bhawaiya) সংগীতের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানকে কেন্দ্র করে এদিন সকাল থেকেই ডিজে বাজিয়ে স্কুলের মাঠে চলছিল গান-বাজনা। যা নিয়ে শুরু হয় বিতর্ক। যদিও সমস্ত বিতর্ককে এড়িয়ে এদিন ব্লক ভাওয়াইয়া সংগীত প্রতিযোগিতার উদ্বোধন করেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ, নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি আনন্দ ঘোষ, মণিরাম গ্রাম পঞ্চায়েতের প্রধান গৌতম ঘোষ, নকশালবাড়ি ব্লকের জয়েন্ট বিডিও অমিত সরকার সহ অন্যরা।

অভিযোগ, প্রশাসনিক আধিকারিকদের সামনেই এদিন স্কুলের মাঠে চলে ডিজের দাপট। বড় মণিরাম প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিমাংশু রায় জানান, স্কুলে বিডিও (BDO) অনুষ্ঠান করার অনুমতি দিয়েছেন। অন্য স্কুল হলে ছুটি দিয়ে দিত। কিন্তু তাঁরা অনুষ্ঠানের মধ্যেও স্কুলে পঠনপাঠন চালিয়েছেন।

বিদ্যালয়ের পরিচালন কমিটির সভাপতি তথা স্থানীয় পঞ্চায়েত সদস্য তাপসী সিংহ জানান, ব্লক প্রশাসনের আধিকারিকরা সবকিছু জেনেও স্কুল মাঠে অনুষ্ঠান করার অনুমতি দিয়েছেন। তাই সমস্যা হলেও কিছু করার ছিল না। যদিও শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ বলেন, ‘স্কুলের আশেপাশে কোথাও উচ্চমাধ্যমিক পরিক্ষার কেন্দ্র নেই। তাই সরকারি নিয়ম মেনেই ডিজের শব্দ কম রাখা হয়েছে।’ অন্যদিকে, নকশালবাড়ির বিডিও প্রণব চট্টরাজ বলেন, ‘আমি অনুষ্ঠানে ছিলাম না। তবে যা খবর পেয়েছি স্কুল ছুটি হওয়ার পরই অনুষ্ঠান শুরু করা হয়েছিল।’

Sushmita Ghosh

Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Recent Posts

Job seekers death | শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণ হল না, অকাল মত্যু হল এক এসএলএসটি আন্দোনকারীর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ অকাল মত্যু হল এক এসএলএসটি আন্দোনকারীর। অধরাই রয়ে গেল তাঁর শিক্ষক…

41 seconds ago

Uttarakhand Wildfire | উত্তরাখণ্ডে দাবানলে বাড়ছে মৃতের সংখ্যা, বৃষ্টির অপেক্ষায় প্রশাসন

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: উত্তরাখণ্ডের দাবানলে (Uttarakhand Wildfire) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচ। দাবানল নিয়ে…

3 mins ago

CISCE Result 2024 | আইসিএসইতে রাজ্যে সম্ভাব্য প্রথম, দেশে তৃতীয় মালবাজারের স্বপ্নজিৎ

ওদলাবাড়ি: রাজ্যে আইসিএসইতে(CISCE Result 2024) সম্ভাব্য প্রথম জলপাইগুড়ির মালবাজারের(Odlabari) স্বপ্নজিৎ বিশ্বাস। সারা দেশে স্বপ্নজিতের সম্ভাব্য…

7 mins ago

Mamata Banerjee | ‘বেশি চক্রান্ত করো না, একদিন ফাঁস হবেই’ সন্দেশখালি নিয়ে বিজেপিকে তোপ মমতার

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) বীরভূমের তৃণমূল কংগ্রেস প্রার্থী…

10 mins ago

CM Mamata Banerjee | ‘ডেউচা পাঁচামিতে এক লক্ষ ছেলেমেয়ের চাকরি হবে’: মমতা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ‘বীরভূম, বর্ধমান আমাদের শস্যভাণ্ডার। আগামীতে ডেউচা পাঁচামিতে এক লক্ষ ছেলেমেয়েদের চাকরি…

20 mins ago

CISCE Result 2024 | গৃহশিক্ষক ছাড়াই আইসিএসইতে ৯৯ শতাংশ, নজর কাড়ল কোচবিহারের সৌমাভ

কোচবিহার: আইসিএসইতে(CISCE Result 2024) কোচবিহার থেকে নজরকাড়া ফল করল সেন্ট মেরিজ স্কুলের সৌমাভ প্রধান। ৯৯…

22 mins ago

This website uses cookies.