Naxalbari elephant attack | সামনে পেয়ে শুঁড়ে তুলে আছাড়! হাতির হানায় প্রাণ গেল নকশালবাড়ির আরও এক যুবকের

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ তরাই-ডুয়ার্সে প্রায় প্রতিদিনই হাতির হানায় প্রাণ হারাচ্ছেন সাধারণ মানুষ। বৃহস্পতিবার গজলডোবার কাছে টাকিমারিতে হাতির হানায় মৃত্যু হয় দুই তরুণের। শুক্রবার রাতে একই ঘটনা ঘটল নকশালবাড়ি সংলগ্ন কলাবাড়ি মোড়ে। সেখানে হাতির আক্রমণে মৃত্যু হয় স্থানীয় এক বাসিন্দার।

জানা গিয়েছে, এদিন রাতে নকশালবাড়ি ব্লকের ইন্দো-নেপাল সীমান্তবর্তী কলাবাড়ি জঙ্গল থেকে বেরিয়ে দুটি হাতি চলে আসে কলাবাড়ি এলাকায়। সেই সময় রাতে খাওয়াদাওয়া শেষ করে বাড়ির সামনের রাস্তায় হাঁটছিলেন কলাবাড়ি মোড় এলাকার বাসিন্দা নির্মল ছেত্রী। আচমকাই তিনি হাতির সামনে পড়ে যান। নিমেষে একটি হাতি নির্মলকে শুঁড়ে তুলে মাটিতে আছাড় দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও বনদপ্তরের কর্মীরা। এরপরেই পুলিশ ও বনকর্মীদের ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা। দেহটি উদ্ধারে বাধা দেন তাঁরা। স্থানীয়রা জানিয়েছেন, প্রায় প্রতিদিনই জঙ্গল থেকে হাতি বেরিয়ে লোকালয়ে চলে আসছে। তাঁদের দাবি হাতির হানা রুখতে এলাকায় নিয়মিত টলহ দিতে হবে, পাশাপাশি রাস্তার পাশে জায়গায় জায়গায় পথবাতির ব্যবস্থা করতে হবে। পরে বনকর্মীরা স্থানীয়দের দাবি পূরণের আশ্বাস দিলে বিক্ষোভ থেকে সরে আসেন তাঁরা।

এদিনের ঘটনায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। হাতির হানায় মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে। এদিন রাতেই হাতি দুটিকে জঙ্গলে ফেরাতে সমর্থ হন বনকর্মীরা।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

More like this
Related

Iran-Israel Conflict | চতুর্থ দিনে পা রাখল সংঘাত! ইরানে হামলার পেছনে কী লক্ষ্য ইজরায়েলের?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ইজরায়েল ও ইরানের মধ্যে সংঘর্ষ...

Ahmedabad Plane Crash | ঝলসে যাওয়া ৪৭ টি দেহ শনাক্ত ডিএনএ পরীক্ষায়, অপেক্ষায় প্রহর গুনছে বাকিদের পরিবার

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় আগুনে ঝলসে...

Russia-Ukraine | আবারও রাশিয়ান ভূখণ্ডে আছড়ে পড়ল ইউক্রেনীয় ড্রোন! মৃত ১, জখম ১৩

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ রাশিয়ান ভূখণ্ডে আবারও ড্রোন হামলা...