শিলিগুড়িঃ থ্রেট কালচারের অভিযোগ তুলে কাউন্সিলের বৈঠক ডেকে পাঁচ পড়ুয়াকে কলেজ থেকে বহিষ্কার করেছিল উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ। এবার বহিষ্কৃত ডাক্তারি পড়ুয়াদের পাশে এসে দাড়ালেন সহপাঠীরা। তাঁদের দাবি, বহিষ্কৃত ডাক্তারি পড়ুয়াদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি। জানানো হয়নি তাঁদের পরিবারকেও। সেকারণেই বহিষ্কারের সিদ্ধান্ত প্রত্যাহার করে পড়ুয়াদের ফের বহাল করতে হবে। এই দাবিতে মঙ্গলবার পড়ুয়া এবং ইন্টার্ণদের একাংশ ঘেরাও করে রেখেছেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডা: ইন্দ্রজিৎ সাহাকে।
আন্দোলনকারীদের স্পষ্ট বক্তব্য, আজ রাতেই কাউন্সিলের বৈঠক ডেকে থ্রেট কালচারে অভিযুক্ত পাঁচ পড়ুয়াকে বহিষ্কারের সিদ্ধান্ত বাতিল করতে হবে। যতক্ষণ পর্যন্ত সিদ্ধান্ত বাতিল না করবে, ততক্ষণ আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন আন্দোলনরত পড়ুয়ারা। রাতেই কাউন্সিলের বৈঠক ডাকা নিয়ে অনড় রয়েছেন তাঁরা।