শিলিগুড়িঃ পরিষেবা পেতে হলে দিতে হয় টাকা। এমনই অভিযোগ উঠেছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের এক শ্রেণীর কর্মীদের বিরুদ্ধে। এই অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার মেডিকেল কলেজে বিক্ষোভে শামিল হল কন্ট্রাকচুয়াল ওয়ার্কারস ওয়েলফেয়ার ফোরাম। এদিন হাসপাতাল সুপারকে ঘিরে বিক্ষোভ দেখায় সংগঠনের সদস্যরা। বিক্ষোভে নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি লিটন প্রামানিক।
কন্ট্রাকচুয়াল ওয়ার্কারস ওয়েলফেয়ার ফোরামের অভিযোগ, প্রসূতি বিভাগ, ফিমেল সার্জিক্যাল থেকে শুরু করে বিভিন্ন বিভাগে রোগী ও তাঁর পরিজনদের কাছে পরিষেবা দেওয়ার নাম করে প্রচুর টাকা আদায় করা হচ্ছে। এই কাজ করে যাচ্ছেন দীর্ঘদিন ধরে কর্মরত কিছু অসাধু অস্থায়ী কর্মী। এই ঘটনা জানিয়ে এর আগেও একাধিকবার সুপারের কাছে অভিযোগ জানানো হয়েছে। কিন্তু তাতেও কাজ হয়নি। এর ফলে মেডিকেলের সুনাম ক্ষুন্ন হচ্ছে। অবিলম্বে এই তোলাবাজি চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে।
এদিকে সুপারকে ঘিরে ফোরামের বিক্ষোভকে কেন্দ্র করে মেডিকেল কলেজে চাঞ্চল্য ছড়ায়। অভিযোগ খতিয়ে দেখে অবিলম্বে ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিয়েছেন হাসপাতাল সুপার সঞ্জয় মল্লিক।