শিলিগুড়ি: কল বুকে নার্সের (Nurse) নামে আপত্তিকর ভাষা ব্যবহারের অভিযোগে উত্তপ্ত হয়ে উঠল উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল (NBMCH)। এর জেরে মঙ্গলবার মেডিকেল কলেজের সুপার সঞ্জয় মল্লিককে ঘেরাও করে বিক্ষোভ দেখান নার্সিং স্টাফদের একাংশ।
তাঁদের অভিযোগ, গত ২৭ জানুয়ারি প্রসূতি বিভাগের এক চিকিৎসক (Doctor) কল বুকে এক নার্সকে ‘ইডিয়ট’ লিখেছেন। যা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আন্দোলনকারীদের তরফে মৌসুমী সান্যালের দাবি, ঘটনার দিন রাতে প্রসূতি বিভাগের এক চিকিৎসক এক রোগীর ক্যাথেটার বদল করতে বলে কল বুকে লিখে দেন। কিন্তু কর্তব্যরত নার্স গিয়ে দেখতে পান, যে ওই রোগীর ক্যাথেটার পরানোই নেই। তিনি কল বুকে সেটা লিখে ফেরত পাঠান। অভিযোগ, এরপরই এক চিকিৎসক ওই কল বুকে ‘ইডিয়ট’ কথাটি লিখে দেন। আর তা নিয়েই ক্ষোভের সূত্রপাত। এই ঘটনার পর বিভাগীয় প্রধানকে অভিযোগ জানিয়েও কাজ হয়নি বলে অভিযোগ। এরপরই এদিন সুপারকে ঘেরাও করা হয়। এবিষয়ে যদিও সুপারের বক্তব্য, তদন্ত কমিটি গঠন করে বিষয়টি খতিয়ে দেখা হবে।