Thursday, June 1, 2023
Homeরাজ্যউত্তরবঙ্গকোপ পড়েনি পুরোনো বাসে, স্বস্তি এনবিএসটিসির

কোপ পড়েনি পুরোনো বাসে, স্বস্তি এনবিএসটিসির

চাঁদকুমার বড়াল, কোচবিহার : ১৫ বছরের পুরোনো সব গাড়ি এখনই বাতিল হচ্ছে না, এই খবরে এখন যথেষ্ট স্বস্তির হাওয়া উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমে (এনবিএসটিসি)। কারণ এই নির্দেশ কার্যকর হলে এনবিএসটিসির দুশোর বেশি বাস অচল হয়ে যেত। সেগুলি আর রাস্তাতেই নামানো যেত না। তবে ১৫ বছরের পুরোনো গাড়ি নিয়ে রাজ্য ১ মার্চ যে নির্দেশিকা দিয়েছিল, তা আপাতত জেলায় কার্যকর হচ্ছে না। তবে কলকাতা শহরের মধ্যে তা কার্যকর থাকছে।

এনবিএসটিসির চেয়ারম্যান পার্থপ্রতিম রায় শনিবার জানান, এই সিদ্ধান্তে সুবিধা হল। এত বাস বাতিল হলে কিছুটা সমস্যা হত। যে বাসগুলির বয়স ১৫ বছর হয়েছে বা আগামী এক বছরের মধ্যে হবে, সেগুলির ফিটনেস ঠিকই রয়েছে। কলকাতা বাদ দিয়ে বাকি এলাকায় পুরোনো বাসগুলি এখনও চলবে।

এনবিএসটিসির ম্যানেজিং ডিরেক্টর দীপঙ্কর পিপলাই বলছেন, নির্দেশ এখনও হাতে আসেনি। তা হাতে পেলে বিস্তারিত বলা যাবে। তবে নতুন বাসের প্রযোজন রয়েছে।

নির্দেশিকা কার্যকর হলে এনবিএসটিসির ২০১টি বাস বাতিল হয়ে যেত। এর মধ্যে ৩৯টি বাস ইতিমধ্যেই নিলামে তোলার প্রক্রিয়া শুরু হয়েছে। তার সঙ্গে চারটি ট্যাংকার ও ট্রাকও নিলামে উঠছে। নিগম সূত্রে খবর, এই ৩৯টি বাস একেবারেই চালানোর অবস্থায় নেই। তাই সেগুলি আর রাস্তায় নামানো হবে না। বাকি ১৬২টি বাস  নিগম এখন হাতে রেখেছে। কারণ সেগুলোর বয়স ১৫ বছরের বেশি হলেও তা চালানোর মতো পরিস্থিতিতে রয়েছে। কিন্তু নতুন নির্দেশ পুরোপুরি বলবৎ হলে ওই বাসগুলি নিয়েও সমস্যা হত নিগমের। হাতে বাস কমে যাওয়া ও পরিষেবা কমার সঙ্গে সঙ্গে এজেন্সিকে দিয়ে বাস চালানোর বিষয়টিও ধাক্কা খেত। তার সঙ্গে কয়েক কোটি টাকা আয় কমারও আশঙ্কা ছিল।

নিগম সূত্রে খবর, ১৬২টি পুরোনো বাসের মধ্যে শিলিগুড়ি ডিভিশনে ৩০টি, কোচবিহার ডিভিশনে ৭০টি, রায়গঞ্জ ডিভিশনে ৫০টি ও বহরমপুর ডিভিশনে ১২টি বাস রয়েছে। তবে বাকি ডিভিশনগুলিতে সমস্যা না হলেও বহরমপুরের বাসগুলি নিয়ে সমস্যা হতে পারে। কারণ ওই ১২টি বাসের প্রত্যেকটিই কলকাতা রুটে চলাচল করে।

বর্তমানে টিকিট সেলিং এজেন্সির মাধ্যমে ৫০টি বাস চালাচ্ছে নিগম। ফ্র্যাঞ্চাইজির মাধ্যমে তিনটি বাস চালানো হচ্ছে। রায়গঞ্জ, কোচবিহার, বহরমপুর সহ বিভিন্ন জায়গা থেকে বহু এজেন্সি বাস চালানোর জন্য আবেদন করে রেখেছে। জানুয়ারি মাসেই এজেন্সিগুলি থেকে ১ কোটি ৮০ লক্ষ টাকা আয় করেছে নিগম। তবে, এই সবটাই হয়েছে নিগমের হাতে পর্যপ্ত সংখ্যায় বাস থাকায়।

সবমিলিয়ে নিগমের কাছে বিভিন্ন মডেলের ৯০৪টি বাস রয়েছে। তার মধ্যে প্রতিদিন গড়ে ৫৬৬টির কাছাকাছি বাস রাস্তায় চলে। ৩৩৮টি বাস রিজার্ভে থাকে। ঘুরিয়ে ফিরিয়ে বাসগুলিকে চালানো হয়।

আগে প্রতি বছর রাজ্য পরিবহণ দপ্তর গড়ে ৫০টি করে বাস এনবিএসটিসি-কে দিত। ২০১৯ সালে শেষবার বাস পায় নিগম। তারপর চার বছরে আর কোনও নতুন বাস দেওয়া হয়নি। এর মধ্যে বেশ কিছু বাস খারাপও হয়েছে। ইলেক্ট্রিক বাস পাঠানোর কথা উঠলেও তা এখনও এনবিএসটিসি-কে দেওয়া হয়নি। নতুন বাস চেয়ে রাজ্য পরিবহণ দপ্তরে বেশ কয়েকবার চিঠি পাঠানো হলেও কোনও লাভ হয়নি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments