নয়াদিল্লি: এনসিইআরটি (ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং)-র দশম শ্রেণির পাঠ্যসূচি থেকে বাদ দেওয়া হল ‘পর্যায় সারণি’, ‘গণতন্ত্রের ধারণা’র মতো অধ্যায়! এর কারণ হিসেবে এনসিইআরটির তরফে বলা হয়েছে, পড়ুয়াদের ওপর চাপ কমাতেই এই সিদ্ধান্ত।
এর আগে সিবিএসই বোর্ডের দশম শ্রেণির পাঠ্যবই থেকে বিবর্তনবাদের অধ্যায় বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল এনসিইআরটি। এছাড়া সম্প্রতি এনসিইআরটির পাঠ্যবই থেকে মোগল ইতিহাস এবং গান্ধিহত্যার প্রসঙ্গও বাদ দেওয়া হয়েছে। এর প্রতিবাদে সরব হন দেশের নানা প্রান্তের শিক্ষাবিদরা।
এবার এনসিইআরটি-র পাঠ্যসূচি থেকে বাদ দেওয়া হল বিজ্ঞানের ‘পর্যায় সারণি’, ‘শক্তির উৎস’, ইতিহাসের ‘গণতন্ত্রের ধারণা’র মতো অধ্যায়। এর পাশাপাশি বাদ যাচ্ছে দেশের জনপ্রিয় আন্দোলন, রাজনৈতিক দল এবং গণতন্ত্রের সঙ্কট সম্পর্কিত অধ্যায়ও।
সিলেবাসে কাটছাঁট প্রসঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, কোভিড-পরবর্তী সময়ে পড়ুয়াদের ওপর চাপ কমাতেই এই সিদ্ধান্ত। এনসিইআরটি এই সাফাই দিলেও সমালোচনা থামছে না।