মুম্বই : ইরান ম্যাচ অতীত। সামনে চিনা তাইপের চ্যালেঞ্জ।
এশিয়ান কাপের প্রথম ম্যাচে ইরানের বিরুদ্ধে কাঙ্খিত তিন পয়েন্ট আসেনি। ভালো খেলেও ড্র করে সন্তুষ্ট থাকতে হয়েছে ভারতীয় মহিলা ফুটবল দলকে। চিনা তাইপের বিরুদ্ধে নামার আগে তাই বেশ সতর্ক ভারতের কোচ থমাস ডেনারবি।
চিনের কাছে হারলেও শক্তিতে ভারতের চেয়ে পিছিয়ে নেই চিনা তাইপে। ফিফা র্যাংকিংয়ে ভারতের (৫৫) চেয়ে ১৬ ধাপ এগিয়ে চিনা তাইপের মহিলা ফুটবল দল (৩৯)। সেসব মাথায় রেখে দলের ফুটবলারদের উদ্দেশে ডেনারবির সাবধানবাণী, চিনের কাছে হারলেও চিনা তাইপে যথেষ্ট শক্তিশালী দল। ওদের হালকাভাবে নিলে ঠকতে হবে।
গ্রুপের অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ ইরানের বিরুদ্ধে ড্র করে কিছুটা হলেও চাপে ভারত। পরিস্থিতি যা তাতে চিনা তাইপের বিরুদ্ধে পয়েন্ট হারালে চলবে না ব্লুজ টাইগ্রেসদের। কারণ গ্রুপের শেষ ম্যাচে ভারতকে খেলতে হবে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট চিনের বিরুদ্ধে। সামনে কঠিন অঙ্ক হলেও কোয়ার্টার ফাইনালে ওঠার আশা হারাতে নারাজ আশালতা, ডাংমেইদের সুইডিশ হেডস্যর। ডেরানবি বলেছেন, এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা গ্রুপের পয়েন্ট টেবিল নিয়ে ভাবছি না। আমাদের ফোকাসে শুধু চিনা তাইপে ম্যাচ। আমাদের ভালো খেলতে হবে। গোলের সুযোগ নষ্ট করলে চলবে না।
ইরান ম্যাচে দলের খেলায় বেশকিছু ভুল চোখে পড়েছে কোচ ডেনারবির। বিশেষ করে আক্রমণভাগে। সেই ভুল চিনা তাইপের বিরুদ্ধে করতে নারাজ তিনি। গুরুত্বপূর্ণ ম্যাচে নামার আগে সুইডিশ কোচের বার্তা, ইরান ম্যাচে আমরা অনেক দেরিতে ম্যাচের দখল নিয়েছি। প্রতিপক্ষ রক্ষণ সংগঠনে অনেক বেশি সময় পেয়েছে। চিনা তাইপের বিরুদ্ধে গোলের রাস্তা খুলতে দ্রুত আক্রমণে উঠতে হবে। সবমিলিয়ে মূল্যবান তিন পয়েন্টে নজর ভারতের।