বেঙ্গালুরু: শনিবার বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে বহু প্রতীক্ষিত ‘নীরজ চোপড়া ক্লাসিক’ জ্যাভলিনের আসর বসছে। নিজের নামাঙ্কিত প্রতিযোগিতার আয়োজনে কোনও খামতি রাখতে চাইছেন না ভারতের তারকা জ্যাভলিন থ্রোয়ার। ৭ বিদেশি সহ মোট ১১ জন অ্যাথলিট টুর্নামেন্টে অংশ নেবেন। রাজকীয়ভাবে তাঁদের প্রত্যেককে বেঙ্গালুরুতে স্বাগত জানানোর ব্যবস্থা করা হয়েছে। যেখানে নীরজের হাতে লেখা চিঠি প্রতিযোগীদের দেওয়া হবে। পাশাপাশি ঢেলে সাজানো হয়েছে কান্তিরাভার মাঠ থেকে গ্যালারি। যা খতিয়ে দেখেছেন নীরজ নিজে। আয়োজন নিয়ে অলিম্পিকে জোড়া পদকজয়ী অ্যাথলিট বলেছেন, ‘প্রতিদিন নতুন করে শিখছি কীভাবে একটা প্রতিযোগিতা আয়োজন করতে হয়। এটা করতে গিয়ে যাঁরা এরকম ইভেন্ট আয়োজন করেন, তাঁদের প্রতি আমার শ্রদ্ধা আরও বেড়ে গিয়েছে।’ নীরজের সংযোজন, ‘শুধু আমার নাম জড়িয়ে রয়েছে বলে নয়, এটা আমার প্রতিযোগিতা। তাই চেষ্টা করছি কোথাও যেন কোনও খামতি না থাকে। এর মাঝে নিজের অনুশীলনেও সময় দিচ্ছি। নীরজ চোপড়া ক্লাসিক আয়োজন নিয়ে আমি যতটা উত্তেজিত, ঠিক ততটাই উত্তেজিত প্রতিদ্বন্দ্বিতা নিয়েও।’
Neeraj Chopra | ‘নীরজ চোপড়া ক্লাসিক’, আয়োজন খতিয়ে দেখছেন ‘সোনার ছেলে’
ছবিঃ সংগৃহীত
শেষ আপডেট: