অন্টালিয়া (তুরস্ক): অলিম্পিকের বোধনে আর মাত্র তিন দিন বাকি। তার আগে ভারতের ক্রীড়ামহলে চর্চার অন্যতম বিষয় নীরজ চোপড়ার ফিটনেস। চোটের কারণে গত ডায়মন্ড লিগ থেকে নাম প্রত্যাহার করে নেন ভারতের তারকা জ্যাভলিন থ্রোয়ার। মে মাসে ভুবনেশ্বরে হওয়া ফেডারেশন কাপে প্রত্যাবর্তনে সোনা জেতেন। তবে তাঁর সেরা প্রয়াসটি ছিল ৮২.২৭ মিটার, যা সুস্থ অবস্থায় তিনি অনায়াসেই অতিক্রম করার ক্ষমতা রাখেন। ১৮ জুন ফিনল্যান্ডে হওয়া পাভো নুরমি গেমসে আন্তর্জাতিক মঞ্চে প্রত্যাবর্তনে ৮৫.৯৭ মিটার ছুড়ে সোনা জেতেন, যা তাঁর সেরা পারফরমেন্সের থেকে অনেকটাই কম। তাই প্রশ্ন জাগছে, অলিম্পিকে তিনি কি পূর্ণ শক্তি প্রয়োগ করতে পারবেন?
নীরজ-ভক্তদের নিশ্চিন্ত করে তাঁর কোচ ক্লস বার্তোনিজ বলেছেন, ‘সবকিছু পরিকল্পনামাফিক এগোচ্ছে। এইমুহূর্তে চোটের জায়গায় কোনওরকম অস্বস্তি নীরজের হচ্ছে না। আশা করা যায় অলিম্পিক পর্যন্ত ওর শারীরিক অবস্থা এমনই থাকবে। ইভেন্ট শুরুর আগে মাত্র দুই সপ্তাহ বাকি। অনুশীলনে নীরজ পূর্ণ শক্তি দিয়েই জ্যাভলিন ছুড়ছে। চোটের জন্য যে প্রস্তুতিতে বাড়তি সতর্কতা পালন করছে, এমনটা নয়।’ অলিম্পিকের মঞ্চে ফের নীরজ শো দেখার অপেক্ষায় গোটা দেশ।