প্যারিস: প্যারিস ডায়মন্ড লিগে মরশুমের প্রথম বড় খেতাবের লক্ষ্যে নামবেন ভারতের তারকা অ্যাথলিট নীরজ চোপড়া।গত মাসে দোহা ডায়মন্ড লিগে বহু প্রতীক্ষিত ৯০ মিটারের (৯০.২৩ মিটার) গণ্ডি পার করেছিলেন নীরজ। কিন্তু জার্মানির জুলিয়ান ওয়েবার ৯১.০৬ মিটার জ্যাভলিন ছুড়ে খেতাব জিতেছিলেন। এরপর পোল্যান্ডের জানুজ কুসোসিনোস্কি মিটেও জার্মান তারকার কাছে পরাজিত হন নীরজ।
পরপর দুটি প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান পাওয়া ভারতীয় তারকার লক্ষ্য এখন প্যারিস ডায়মন্ড লিগ। শুক্রবার ভারতীয় সময় রাতে প্যারিস ডায়মন্ড লিগে নামবেন নীরজ চোপড়া। তবে এখানেও তাঁর মূল প্রতিপক্ষ ওয়েবার। গতবার এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিলেন জার্মান তারকা। এদিকে নীরজ অবশ্য ২০১৭ সালের পর এই প্রথমবার প্যারিস ডায়মন্ড লিগে নামবেন।চলতি বছরে দক্ষিণ আফ্রিকার একটি আমন্ত্রণমূলক প্রতিযোগিতায় জেতা ছাড়া বড় কোনও খেতাব জিততে পারেননি নীরজ। প্যারিস ডায়মন্ড লিগে সেই খরা কাটাতে মরিয়া তিনি।