Sunday, May 28, 2023
Homeজাতীয়গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত মণিপুর, স্থগিত NEET (UG)-2023 পরীক্ষা

গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত মণিপুর, স্থগিত NEET (UG)-2023 পরীক্ষা

ইম্ফল: টানা কয়েকদিন ধরে গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত মণিপুর। এখনও তেতে রয়েছে এলাকা। দফায় দফায় অশান্তি, সংঘর্ষে ৫০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। আহত কয়েকশো সাধারণ মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে বুধবার থেকেই বেশ কিছু জেলায় ১৪৪ ধারা জারি করা হয়েছিল। গোটা রাজ্যে ইন্টারনেট ও ব্রডব্যান্ড পরিষেবা বন্ধ রেখেছে প্রশাসন। এই পরিস্থিতিতে মণিপুরে NEET (UG)-2023 পরীক্ষা স্থগিত রাখার কথা ঘোষণা করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি। পরীক্ষার পরবর্তী তারিখ পরে জানানো হবে বলে জানিয়েছে। তবে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বাকি রাজ্যগুলিতে ৭ মে, ২০২৩ তারিখেই NEET (UG)-2023 পরীক্ষা হবে।

শিক্ষামন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ডঃ রাজকুমার রঞ্জন সিং বলেন, ‘মণিপুরে দুটি কেন্দ্রে ৮.৭৫১ জন প্রার্থীর পরীক্ষা দেওয়ার কথা ছিল। মণিপুরে বর্তমান পরিস্থিতির জেরে ব্রডব্যান্ড ও ইন্টারনেট পরিষেবা বন্ধ রয়েছে। এই পরিস্থিতিতে পড়ুয়ারা NEET (UG)-2023 পরীক্ষায় বসতে পারছে না। তাই আমি এনটিএকে রাজ্যের পরীক্ষা কেন্দ্রগুলিতে দিন পরিবর্তন বা স্থগিত রাখার অনুরোধ করেছিলাম। এনটিএ মণিপুরের কেন্দ্রগুলিতে পরীক্ষা স্থগিত রাখার বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments