উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ প্রতিবেশীর সঙ্গে ঝামেলার জেরে বচসা থেকে খুনোখুনি,বিভিন্ন সময় এমন বহু ঘটনাই চোখে পড়ে আমাদের। তবে এবার ব্যাক্তিগত শত্রুতার বদলা নিতে মেরে ফেলা হল পড়শির পোষ্য পায়রাদের! এমনই অভিযোগ উঠেছে মধ্যপ্রদেশের গোয়ালিয়রে।
সূত্রের খবর, শিন্দেনগরের বাসিন্দা কাজল রায়ের বাড়িতে রয়েছে ৫০ টি পোষ্য পায়রা। বাড়ির ছাদে রাখা বড় এক খাঁচাতেই থাকে পায়রাগুলি। অভিযোগ, এদিন সন্ধ্যায় পায়রাগুলির অস্বাভাবিক চিৎকার শুনতে পান কাজল। সঙ্গে সঙ্গে ছাদে উঠতেই তিনি দেখতে পান, প্রতিবেশী মোহিত তাঁদের ছাদ টপকে পালাচ্ছে। এরপরেই পায়রার খাচার সামনে গিয়ে তিনি দেখেন যে, খাঁচার চারপাশে মৃত অবস্থায় পড়ে রয়েছে বেশ কয়েকটি পায়রা। সেগুলির মধ্যে কিছু তখন ছটফট করছিল বলে জানিয়েছেন কাজল। এই বিষয়ে পুলিশে একটি অভিযোগ দায়ের করেছেন তিনি। খবর দেওয়া হয় বন দপ্তরেও। ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ।
কাজল তাঁর অভিযোগে জানিয়েছেন, মোট ২৮ টি পায়রার ঘাড় মটকে হত্যা করেছে মোহিত। মোহিতের সঙ্গে বেশ কিছুদিন আগে ঝামেলা হয়েছিল কাজলের। সেটির বদলা নিতেই এই কান্ড ঘটিয়েছে সে, এমনটাই দাবি করেছেন কাজল।