খেলাধুলা

ধর্ষণে দোষী সাব্যস্ত নেপালের তারকা ক্রিকেটার সন্দীপ লামিছানে, সাজা ঘোষণা সোমবার

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত হলেন নেপালের তারকা ক্রিকেটার সন্দীপ লামিছানে। ২০২২ সালের ২১ অগাস্ট কাঠমান্ডুর একটি হোটেল রুমে এক নাবালিকাকে একাধিকবার ধর্ষণের অভিযোগ ওঠে সন্দীপের বিরুদ্ধে। নির্যাতিতার অভিযোগক্রমে নেপালের এই ক্রিকেট তারকাকে হাজতবাসেও থাকতে হয়েছে। নেপাল দল থেকে তাঁকে নির্বাসিতও করা হয়েছিল। তবে জামিনে ছাড়া পাওয়ার পর ফের জাতীয় দলে ঢোকেন তিনি।

জানা গিয়েছে, নেপালের জাতীয় দলের তারকা ক্রিকেটার সন্দীপ লামিছানের বিরুদ্ধে ২০২২ সালের ২১ অগস্ট কাঠমান্ডুর একটি হোটেল রুমে এক নাবালিকাকে একাধিকবার ধর্ষণের অভিযোগ ওঠে। সেই বছরের ৬ সেপ্টেম্বর নির্যাতিতা ক্রিকেটারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করে গৌশালার মেট্রোপলিটন পুলিশ সার্কেলে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে ৬ অক্টোবর ত্রিভূবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লামিছানেকে গ্রেফতার করে পুলিশ। ২০২২ সালের ৪ নভেম্বর কাঠমান্ডু জেলা আদালত লামিছানেকে জেলে পাঠানোর নির্দেশ দেয়। জেলা আদালতের সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে উচ্চ আদালতের দ্বারস্ত হন সন্দীপ।

২০২৩ সালের ১২ জানুয়ারি নেপালের পাটান হাইকোর্ট তারকা ক্রিকেটারের জামিন মঞ্জুর করে। লামিছানের দাখিল করা রিভিউ পিটিশন বিবেচনা করে বিচারপতি ২০ লক্ষ টাকার বণ্ডে শর্তশাপেক্ষে জামিনে মুক্তি দেয় নেপালের প্রাক্তন ক্রিকেট অধিনায়ককে। জামিনে ছাড়া পাওয়ার পর ফের জাতীয় দলে ঢোকেন তিনি। এদিন ফের মামলাটি ওঠে কাঠমান্ডু জেলা আদালতে। বিচারপতি শিশির রাজ ধাকালের এজলাসে লামিছানের বিরুদ্ধে দুষ্কর্মের অভিযোগ সত্যি প্রমাণিত হয়। দোষী সাব্যস্ত হন এই ক্রিকেটার। বিচারপতি এদিন জানিয়েছেন, ২০২২ সালের অগস্টে ধর্ষণের সময় অভিযোগকারিনী নাবালিকা ছিলেন না। পরবর্তী শুনানিতে তারকা ক্রিকেটারের সাজা ঘোষিত হবে। নির্ধারিত হতে পারে তাঁর কারাদণ্ডের মেয়াদ। বর্তমানে সন্দীপ লামিছানে জামিনে মুক্ত রয়েছেন।

ধর্ষণে দোষী সাব্যস্ত সন্দীপ লামিছানে ২০১৮ ও ২০১৯, দু’টি মরশুমে দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএল খেলে গিয়েছেন। আইপিএলের মোট ৯টি ম্যাচে মাঠে নামেন লামিছানে। সংগ্রহ করেন সাকুল্যে ১৩টি উইকেট। তাঁর ঝুলিতে রয়েছে ২০০-র বেশি আন্তর্জাতিক উইকেট। নেপালের হয়ে ৫১টি একদিনের আন্তর্জাতিক ম্যাচে মাঠে নেমেছেন। দেশের হয়ে সংগ্রহ করেছেন ১১২টি উইকেট। ৫২টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে মাঠে নেমে তিনি ৯৮টি উইকেট সংগ্রহ করেন। অর্থাৎ, দুই ফর্ম্যাট মিলিয়ে লামিছানের দখলে রয়েছে ২১০টি আন্তর্জাতিক উইকেট।

Sandip Sarkar

Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Recent Posts

শখের বাগানে ৭২ প্রজাতির আম ফলিয়ে তাক লাগাল আলিপুরদুয়ারের প্রিয়রঞ্জন

আলিপুরদুয়ার: কী আম নেই তাঁর বাগানে! ডুয়ার্সের মতো মাটিতে দেশি-বিদেশি সহ মোট ৭২ প্রজাতির আম…

12 mins ago

শিলিগুড়ির জলসমস্যা ও জনসমস্যা

সন্দীপন নন্দী বাগডোগরা বিমানবন্দরে অবতরণকালে এ শহরকে নিমেষে দেখলে মনে হয় যেন এক হুবহু খেলনানগরী।…

16 mins ago

PM Narendra Modi | কাশীতে এখনও মোদিই কালভৈরব

রূপায়ণ ভট্টাচার্য, বারাণসী: দশাশ্বমেধ ঘাটের কাছে বোর্ডিং হাউসের তিন নম্বর ঘরের জানলা থেকে ফেলুদা-জটায়ু-তোপসে যে…

26 mins ago

Jammu and Kashmir | ভোটের আবহে নাশকতার ছক ভূস্বর্গে! কাশ্মীরে এনকাউন্টারে খতম দুই জঙ্গি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভোটের আবহে ফের নাশকতার ছক ভূস্বর্গে! নিরাপত্তাবাহিনীর এনকাউন্টারে খতম দুই জঙ্গি।…

42 mins ago

Sitalkuchi shootout | ভোট মিটতেই উত্তপ্ত শীতলকুচি, গুলিবিদ্ধ তৃণমূল প্রধান

শীতলকুচি: ভোট মিটতেই উত্তপ্ত হয়ে উঠল কোচবিহারের (Cooch Behar) শীতলকুচি (Sitalkuchi)। লালবাজার গ্রাম পঞ্চায়েতের তৃণমূল…

51 mins ago

Israel-Hezbollah Conflict | ইজরায়েলের সেনাঘাঁটিতে রকেট হামলা হিজবুল্লার

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ইজরায়েলের সেনাঘাঁটি লক্ষ্য করে রকেট হামলা চালাল লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লা।…

2 hours ago

This website uses cookies.