উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনে (BGBS) যোগ দেওয়ার জন্য আসছেন শিল্পপতিরা। তার মধ্যেই বিপত্তি। বুধবার অগ্নিকাণ্ডের (Fire) খবর মিলল কলকাতা বিমানবন্দরে (Netaji Subhash Chandra Bose International Airport)।
সূত্রের খবর, আগুন লাগে কনভেয়ার বেল্টের কাছে। ওয়েল্ডিংয়ের কাজ চলাকালীন ফুলকি থেকে ফ্লেক্সে কোনওভাবে আগুন ধরে যায়। অগ্নিকাণ্ডে শোরগোল পড়ে যায় বিমানবন্দর চত্বরে। যদিও কর্মীদের তৎপরতায় আগুন কিছুক্ষণের মধ্যে নিয়ন্ত্রণে আসে। এদিকে এদিন কলকাতায় রয়েছে বিজিবিএস। ফলে বিভিন্ন জায়গা থেকে শিল্পপতিরা আসছেন বিমানবন্দর হয়ে। ওইদিনই এমন ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। আগুন কীভাবে লাগল সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
কয়েক মাস আগেই কলকাতা বিমানবন্দরে বোমাতঙ্ক ছড়িয়েছিল। একটি হুমকি মেল ঘিরে শোরগোল পড়ে যায়। তড়িঘড়ি একাধিক বিমানের জরুরি অবতরণ করা হয়। পরে জানা যায়, সবটাই ভুয়ো। তারপর এদিন অগ্নিকাণ্ডে ফের আতঙ্ক ছড়িয়েছে বিমানবন্দর চত্বরে।