মালদা: সদ্যজাত শিশুর ক্ষতবিক্ষত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। মঙ্গলবার সকালে মালদা মেডিকেল কলেজ সংলগ্ন হ্যান্টাকালী মন্দির এলাকায় ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে মা হ্যান্টাকালী মন্দিরে প্রণাম করতে গিয়ে ভক্তদের নজরে পড়ে একটি শিশুর মৃতদেহ খুবলে খাচ্ছে কুকুর। এই দৃশ্য দেখে শিউরে ওঠেন সকলে। খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছোয়। মৃতদেহটি উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। এলাকাবাসীদের অভিযোগ, পাশেই মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল থাকায় এধরনের ঘটনা প্রায়ই ঘটে। হাসপাতাল কর্তৃপক্ষকে বারবার জানানো সত্ত্বেও প্রশাসনের তরফে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।
হজযাত্রীদের দু’দিনের প্রশিক্ষণ শিবির মালদায়
মালদা: জমজমের জল হজযাত্রীরা বিমানে করে আনতে পারবেন না। প্রতিটি হজযাত্রীর জন্য সৌদি আরব সরকার ৫ লিটার করে জমজমের জল...
Read more