কলকাতা: রাজ্য মানবাধিকার কমিশনের নতুন চেয়ারম্যান হচ্ছেন কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য। সোমবার বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। রাজ্যের লোকায়ত পদে ছিলেন কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায়। তাঁকে ওই পদেই রেখে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি শিবকুমার প্রসাদকে রাজ্য মানবাধিকার কমিশনের সদস্য করা হচ্ছে।
এদিনের বৈঠকে রাজ্যের পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপস্থিত থাকার কথা ছিল। তবে দু’জনই এদিন বৈঠকে হাজির ছিলেন না। শুভেন্দুবাবু আগেই জানিয়েছিলেন যে, তিনি এই বৈঠকে থাকবেন না। অপরদিকে, পার্থবাবু কোনও কারণে ওই বৈঠকে উপস্থিত থাকতে পারেননি। ফলে বিধানসভার অধ্যক্ষ ও মুখ্যমন্ত্রী মিলেই এই সিদ্ধান্ত নেন।
প্রসঙ্গত, রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যান পদে ছিলেন কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি গিরিশচন্দ্র গুপ্ত। চলতি মাসের ২২ তারিখ তিনি অবসর নেবেন।
লাইক করুন আমাদের ফেইসবুক পেজ : https://www.facebook.com/uttarbangasambadofficial