নয়াদিল্লি: জো বাইডেন সরকারের বিদায়ের ঠিক আগে দু-দিনের দিল্লি সফরে এসেছেন আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। সোমবার তিনি দিল্লিতে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকরের সঙ্গে বৈঠক করেন। এই বৈঠকে আঞ্চলিক এবং বৈশ্বিক সহযোগিতা গভীর করার বিষয়ে আলোচনা হয়েছে। জয়শংকর সামাজিক যোগাযোগ মাধ্যমে সুলিভানের অবদানের প্রশংসা করে বলেন, ‘গত চার বছরে ভারত-মার্কিন অংশীদারিত্বকে শক্তিশালী করতে সুলিভানের ভূমিকা অসামান্য।’
সুলিভানের এই সফরে তিনি ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গেও বৈঠক করেন । বিদেশমন্ত্রক সূত্রে খবর, মার্কিন নিরাপত্তা উপদেষ্টার চলতি সফরের মূল উদ্দেশ্য দু-দেশের বহুপাক্ষিক সম্পর্কের অগ্রগতি মূল্যায়ন করা, যা কৃত্রিম বুদ্ধিমত্তা, সেমিকনডাক্টর, বায়োটেকনলজি এবং প্রতিরক্ষা উদ্ভাবনের মতো গুরুত্বপূর্ণ প্রযুক্তিক্ষেত্রগুলিতে সহযোগিতা বৃদ্ধি করতে সাহায্য করবে।
সুলিভানের এই সফর ভারত-মার্কিন সম্পর্কের ধারাবাহিকতা ও ভবিষ্যৎ কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেই মনে করা হচ্ছে।
সুলিভানের সফরের আগে বাইডেন প্রশাসনের একজন মুখপাত্র জানান, মার্কিন প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে অজিত দোভালের বৈঠকে ভারত-যুক্তরাষ্ট্র অংশীদারিত্বের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে। এতে মহাকাশ, প্রতিরক্ষা, কৌশলগত প্রযুক্তি সহযোগিতা থেকে শুরু করে ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এবং এর বাইরেও উভয়ের নিরাপত্তা অগ্রাধিকারগুলি অন্তর্ভুক্ত থাকবে। গত চার বছরে ভারত-যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা সহযোগিতায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে, যা দুই দেশের কৌশলগত অংশীদারিত্বকে আরও মজবুত করেছে।