ডিজিটাল ডেস্ক: রাজ্যের তৃণমূল সরকারকে দীর্ঘদিন ধরেই বালি ও কয়লা পাচার চক্র নিয়ে অস্বস্তির মুখে পড়তে হয়েছে। একুশের বিধানসভা নির্বাচনে জয়ের পর সরকার গঠন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া বার্তা দেন এই নিয়ে দলে। তবে সূত্রের খবর, এবার নবান্ন থেকে বিভিন্ন জেলায় নির্দেশ গিয়েছে, নবান্নের অনুমতি ছাড়া কয়লা কিংবা বালি তোলা যাবে না। এক্ষেত্রে দ্বিতীয় কারোর নির্দেশ না শোনার কথা বলা হয়েছে। তবে জানা যাচ্ছে, পুরোটাই মৌখিক নির্দেশ। এখন প্রশ্ন উঠছে, তৃতীয় বার সরকার গঠনের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের রীতিমতো সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিয়েছিলেন যখন কয়লা বালি নিলাম নিয়ে জেলাশাসকের কোন এক্তিয়ার থাকবেনা। নিলাম যদি করতে হয় তা নবান্নের নির্দেশে হবে। এক্ষেত্রে কমিটি তৈরি করার কথাও তিনি বলেছিলেন। কিন্তু তারপরেও কেন নবান্নকে নতুন করে মৌখিক নির্দেশ দিতে হচ্ছে? তাহলে কি পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও বেআইনিভাবে বালি-কয়লা তোলা হচ্ছে বলে যে অভিযোগ স্থানীয়ভাবে বারবার পাওয়া যাচ্ছে, তা কি সত্যি? নবান্নের এই মৌখিক নির্দেশের পেছনে আসল কারণ খুঁজে বার করতেই এখন কৌতুহলী অনেকে।
যোগী আদিত্যনাথ অসত্য বলছেন- পালটা অভিযোগ তৃণমূলের
ডিজিটাল ডেস্ক : উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ(Yogi Adityanath) উত্তরপ্রদেশ বিধানসভায় আইনশৃঙ্খলার পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে উদাহরণ হিসেবে টেনে এনেছেন...
Read more