Top News

New office rules | ১৫ মিনিট দেরি হলেই অর্ধদিবস ছুটি কাটা, কাজে ফাঁকি রুখতে কড়া পদক্ষেপ কেন্দ্রের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ হাজার বার বলার পরেও ফিরছে না কর্মসংস্কৃতি। কিছুতেই আটকানো যাচ্ছে না অফিসে দেরি করে ঢোকা। বারবার সতর্ক করা সত্ত্বেও কে কার কথা শোনে! কোনও না কোনও অজুহাত লেগেই রয়েছে। অফিসে দেরি করে ঢোকা বন্ধ করতে এবার কড়া পদক্ষেপ কেন্দ্রের। নয়া সার্কুলার জারি করা হয়েছে কেন্দ্রের তরফে। কেন্দ্রের কর্মী ও প্রশিক্ষণ বিভাগের সিদ্ধান্ত নিয়েছে অফিসে ঢুকতে ১৫ মিনিটের বেশি দেরি হলে তা গ্রাহ্য করা হবে না। সেক্ষেত্রে  কাটা যাবে মাইনে।

কেন্দ্রের নয়া নির্দেশিকায় বলা হয়েছে, সকালে ৯টা ১৫-এর বেশি দেরি করে অফিসে ঢুকলে ক্যাসুয়াল লিভ থেকে অর্ধ দিনের ছুটি কাটা যাবে। নির্দেশিকায় বলা হয়েছে, ‘কোনও কারণে যদি কোনও কর্মী নির্দিষ্ট দিনে অফিসে হাজিরা দিতে না পারেন তবে আগে থেকে ঊর্ধ্বতন অফিসারকে আগে থেকে জানাতে হবে। ক্যাসুয়াল লিভের আবেদন জানাতে হবে।’ সার্কুলারে কর্মীদের সতর্ক করে আরও বলা হয়েছে, কর্মকর্তারা তাঁদের বিভাগ অনুযায়ী কর্মচারীদের উপস্থিতি ও সমানুবর্তিতার উপর নজর রাখবে।

কেন্দ্রীয় সরকারি অফিসগুলি সকাল ৯টা থেকে বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত খোলা থাকে। অনেকেই নির্দিষ্ট সময়ের অনেক পরে অফিসে ঢুকছেন। আবার সময়ের আগেই অফিস থেকে বেরিয়ে যাচ্ছেন। বারবার সতর্ক করা সত্ত্বেও তাঁদের দেরি করে আসার অভ্যাস পালটানো যাচ্ছে না। আর এরফলে সরকারি পরিষেবা বিঘ্নিত হচ্ছে। সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ।

করোনাকালে বায়োমেট্রিকের মাধ্যমে হাজিরা দেওয়ার নিয়ম বন্ধ রাখা হয়েছিল প্রতিটি সরকারি অফিসে। তবে কোভিড মহামারী কেটে যাওয়ার পর ফের বায়োমেট্রিকের মাধ্যমে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হলেও অনেককর্মীই তা গ্রাহ্যই করছেন না। সবকিছুতেই তাঁদের ঢিলেমি লক্ষ্য করা যাচ্ছে বলে অভিযোগ। ২০১৪ সালে ক্ষমতায় আসার পর মোদি সরকার অফিসের টাইম নিয়ে কড়াকড়ি নিয়ম চালু করতে চায়। তবে সেই সময় অনেক কর্মচারীই বিষয়টির বিরোধিতা করেছিলেন। তাঁদের মধ্যে অনেকেই যুক্তি দেখিয়েছিলেন অনেক দূর থেকে অফিস আসতে হয় তাঁদের। কর্মীদের কাজে ফাঁকি রুখতেই এবার নয়া পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র। আশা করা হচ্ছে এই নয়া নিয়মের জাঁতাকলে পড়ে কর্মীদের মধ্যে কাজের প্রতি দায়বদ্ধতা আসবে ও যাঁরা ১০টা কিংবা তারও পরে অফিসে ঢোকেন তাঁদের অভ্যাসও পরিবর্তন হবে।

Solanki Paul

Solanki Paul is working as Sub Editor based in Darjeeling district of West bengal since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Recent Posts

পাহাড়পথে ডিজিটাল কিয়স্ক থেকে সেলফি জোন, জবরদখল সরিয়ে ‘স্মার্ট’ হতে উদ্যোগী ডিএইচআর

শিলিগুড়ি: ঐতিহ্য ধরে রেখে দার্জিলিং হিমালয়ান রেলওয়েকে (ডিএইচআর) আধুনিকতার মোড়ক দিতে চাইছে রেল। তাই পাহাড়পথে…

6 mins ago

CV Anand Bose | শ্লীলতাহানি কাণ্ডের জের! মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা করলেন রাজ্যপাল

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: চোপড়াকাণ্ড নিয়ে উত্তাল রাজ্য। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata…

24 mins ago

Falakata | খুদেদের বিনামূল্যে চারা বিলি করেন গাছকাকু, পড়ুয়াদের সবুজের গুরুত্ব বোঝাতে উদ্যোগ ঈশ্বরের

ফালাকাটা: ছোটরা ফুলের ভাষা বোঝে। ওদের কাছে পৃথিবীকে সবুজ করার দায়িত্ব অনায়াসে দেওয়া যেতে পারে।…

26 mins ago

Hina Khan | অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকেই হাসপাতালে! প্রথম কেমোথেরাপির ভিডিও পোস্ট করে আবেগপ্রবণ হিনা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: স্টেজ থ্রি স্তন ক্যানসারে (Breast cancer) আক্রান্ত অভিনেত্রী হিনা খান (Hina…

38 mins ago

C V Ananda Bose | ‘আইনশৃঙ্খলার অবনতির জন্য দায়ী মুখ্যমন্ত্রী’, শিলিগুড়িতে তোপ রাজ্যপালের

শিলিগুড়ি: রাজ্যে একের পর এক গণপিটুনির ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি। একাধিক ঘটনায় নাম জড়িয়েছে শাসকদল…

56 mins ago

ব্যর্থ চিকিৎসা, না ফেরার দেশে সাহাপাড়ার ‘কালটু’

জামালদহ: সোমবার বিকেল চারটে। আর্থমুভার দিয়ে মাটি খোঁড়ার কাজ চলছে। গর্তের মধ্যে সমাধিস্থ করা হল…

57 mins ago

This website uses cookies.