সোনাপুর: অনুষ্ঠানিকভাবে পথ চলা শুরু করল মেচ পিপল প্রোটেকশন ফোরাম নামের মেচ সম্প্রদায়দের একটি সংগঠন। শুক্রবার আলিপুরদুয়ার-১ ব্লকের চিলাপাতার একটি লজে এই সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। এদিন নতুন কমিটিও তৈরি হয়। এই সংগঠনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্য জনজাতির বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। আলিপুরদুয়ার তথা উত্তরবঙ্গে মেচদের আগেও কয়েকটি সংগঠন রয়েছে। সেই সব সংগঠনের অনুমতি নিয়েই এই সংগঠন তৈরি হয়েছে বলে জানা গিয়েছে।
এবিষয়ে মেচ পিপল প্রোটেকশন ফোরামের নতুন সভাপতি বিনয় নার্জিনারি বলেন, ‘আমাদের আগের যে সংগঠনগুলো রয়েছে সেগুলো কোনও নির্দিষ্ট জায়গা ধরে কাজ করে। সব ক্ষেত্রে ওরা আসে না। নতুন যে সংগঠন তৈরি হল এটা উত্তরবঙ্গজুড়ে মেচ সম্প্রদায়দের যে কোনও সমস্যায় পাশে দাঁড়াবে।’