উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ সইফ আলি খানের বাড়িতে হামলার ঘটনায় নতুন মোড়। সূত্রের খবর, অভিনেতার বাসভবন থেকে পাওয়া কিছু আঙুলের ছাপের সঙ্গে মিলছে না মূল অভিযুক্ত শরিফুল ইসলামের আঙুলের ছাপ। আর এখানেই প্রশ্ন উঠছে তবে কি এই হামলার ঘটনার সঙ্গে আদৌ জড়িত নন শরিফুল?
পুলিশ সূত্রের খবর, সইফের বাথরুমের দরজার হাতল, আলমারির হাতল সহ ঘরের দরজার হাতলের থেকে যে আঙুলের ছাপ পাওয়া গিয়েছে তার সঙ্গে মিলছে না শরিফুলের আঙুলের ছাপ। জানা গিয়েছে, এভাবে পাওয়া ২০ টি আঙুলের ছাপের মধ্যে ১৯ টি-ই নাকি মেলেনি। তবে পুলিশের দাবি, শরিফুল হাত রাখার পর ওই হাতলগুলিতে অন্যরাও হাত রেখেছিল। যার ফলে শরিফুলের আঙুলের ছাপের ওপরেই পড়েছে তাঁদের হাতের ছাপ। এরফলেই অভিযুক্তের আঙুলের ছাপ মুছে গিয়েছে।