ডিজিটাল ডেস্ক: ট্যাবলো কাণ্ডে নতুন মোড় আবার! রাজ্যের চাপের মুখে পড়ে অবশেষে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে জায়গা করে নিচ্ছে নেতাজির ট্যাবলো। তবে এখানে একটু চমক আছে। রাজ্যের তরফ থেকে নয়, বরং স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে নেতাজি ট্যাবলো নামতে চলেছে দিল্লির রাজপথে। কার্যত বাংলার ট্যাবলো পরপর দু’বছর বাতিল হওয়া নিয়ে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি তিনি প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদিকে এ ব্যাপারে চিঠিও লিখেছেন। শুধু মুখ্যমন্ত্রী নয়, বাংলার প্রায় সবকটি রাজনৈতিক দলের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানানো হয়েছে বাংলার ট্যাবলোকে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে জায়গা করে দেওয়ার জন্য। তাই নিয়ে একাধিক বিতর্কও সামনে এসেছে। কিন্তু শেষপর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে নেতাজির ট্যাবলো নামছে রাজপথে। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে কেন্দ্রের নেতাজি ট্যাবলো রাখার জন্যই রাজ্যের ট্যাবলো বাদ গিয়েছে। খুব স্বাভাবিকভাবেই কেন্দ্রীয় সরকারের নেতাজীর ট্যাবলো নিয়ে এই পদক্ষেপ নিঃসন্দেহে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক তৈরি করল।
আরও পড়ুন : নেতাজি জন্মজয়ন্তী ও প্রজাতন্ত্র দিবস পালন নিয়ে সিদ্ধান্ত নবান্নর