অকল্যান্ড: আগামী দুই মাসে উপমহাদেশে তিনটি সিরিজ মিলিয়ে পাঁচটি টেস্ট খেলবে নিউজিল্যান্ড। তিন সিরিজেই অধিনায়ক টিম সাউদি। কিন্তু উপমহাদেশের স্পিন ট্র্যাকের কথা মাথায় রেখে সব টেস্টে সাউদিকে প্রথম একাদশে দেখা না যাওয়ারও সম্ভাবনা রয়েছে। সোমবার আফগানিস্তানের বিরুদ্ধে একটি ম্যাচ ও শ্রীলঙ্কা সিরিজের দুই টেস্টের জন্য ১৫ জনের স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। যেখানে ৫ জন স্পিনার রাখা হয়েছে। তারপরই কিউয়ি বোর্ডের তরফে জানানো হয়েছে, দরকার পড়লে উপমহাদেশে অধিনায়ক সাউদিকে কোনও টেস্ট ‘বাদ’ দেওয়া হতে পারে। এই প্রসঙ্গে কিউয়ি কোচ গ্যারি স্টিড বলেছেন, ‘উপমহাদেশে টেস্ট সফর পেসারদের কাছে বাড়তি চ্যালেঞ্জিং হয়। এনিয়ে সাউদির সঙ্গে আলোচনা করেছি। পরিস্থিতি বিচার করে দরকার পড়লে সাউদিকেও কোনও টেস্টে বাইরে রাখা যেতে পারে। আফগানিস্তান ও শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে ১৮ মাস পর দলে ফিরেছেন ডানহাতি স্পিনার মাইকেল ব্রেসওয়েল। সঙ্গে স্পিন বিকল্প হিসেবে আজাজ প্যাটেল, মিচেল স্যান্টনার, রাচিন রবীন্দ্র ও গ্লেন ফিলিপস রয়েছেন।