Wednesday, September 11, 2024
Homeউত্তরবঙ্গআলিপুরদুয়ারমেলেনি বাড়ির লোকের হদিস, শুশ্রূষায় সুস্থ অনাথ শিশু

মেলেনি বাড়ির লোকের হদিস, শুশ্রূষায় সুস্থ অনাথ শিশু

আলিপুরদুয়ার: জন্মের সময় ওজন মাত্র ৮০০ গ্রাম ছিল। সাড়ে তিন মাস হাসপাতালে থাকার পর সেই শিশুর ওজন ১ কেজি ৯৪০ গ্রাম হল। আলিপুরদুয়ার জেলা হাসপাতালের চিকিৎসকদের পাশাপাশি এই সাফল্যের পিছনে বড় ভূমিকা এসএনসিইউ ইউনিটের রয়েছে। এসএনসিইউয়ের নার্সের প্রচেষ্টায় যে নবজাতক কন্যাটি সুস্থ হয়ে উঠেছে তা হাসপাতাল কর্তৃপক্ষ একবাক্যে স্বীকার করে নিয়েছে। তবে বাড়ির লোকের খোঁজ না পাওয়ায় সোমবার ওই শিশুটিকে আলিপুরদুয়ার জেলার চাইল্ড ওয়েলফেয়ার কমিটির হাতে তুলে দেওয়া হয়েছে। সোমবার এই বিষয়ে আলিপুরদুয়ার জেলা হাসপাতালের সুপার ডাঃ পরিতোষ মণ্ডলের বক্তব্য, ‘সাড়ে তিন মাস আগে হাসপাতালে ওই বাচ্চাটির জন্ম হয়। বাচ্চাটির মায়ের ছুটি হওয়ার পর সে আর বাচ্চার খোঁজ করেনি। বাড়ির লোকের সঙ্গে কয়েকবার যোগাযোগ করা হলেও তারা কেউ আসেনি। নার্সরাই বাচ্চাটিকে সুস্থ করে তুলেছে।’

আলিপুরদুয়ার জেলা হাসপাতাল সূত্রে খবর, গত ২০ মে জেলা হাসপাতালে অনু মহাবত নামে এক মহিলা ভর্তি হন।  নিউ আলিপুরদুয়ার স্টেশনে ওই মহিলা আরও কয়েকজনের সঙ্গে থাকতেন বলে হাসপাতালে জানানো হয়। তাঁর আসল বাড়ি কোথায় তা জানা যায়নি। ২০ মে ওই মহিলা একটি কন্যাসন্তানের জন্ম দেন। তবে নির্দিষ্ট সময়ের আগে জন্ম হওয়ায় শিশুটির ওজন ৮০০ গ্রাম ছিল। যে কারণে শিশুটিকে জেলা হাসপাতালের এসএনসিইউতে রাখা হয়েছিল। তিনদিন পর ওই মহিলার হাসপাতাল থেকে ছুটি হয়ে যায়। তবে নবজাতককে সুস্থ করার জন্য তার চিকিৎসা চলতে থাকে। সামান্য সুস্থ হওয়ার পর তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলেও কেউ আসেনি বলে অভিযোগ। এসএনসিইউ সিস্টার ইনচার্জ চিত্রা বন্দ্যোপাধ্যায়ের কথায়, ‘ওর বাড়ির লোক কেউ আসেনি। আমরাই ওর নাম রেখেছি। এত ছোট বাচ্চার মায়ের প্রয়োজন হয়। মাতৃদুগ্ধ প্রয়োজন ছিল সেটা পায়নি। এছাড়া ক্যাঙারু মাদার কেয়ার দিলে শিশুটি আরও দ্রুত সুস্থ হত। সেটাও ও পায়নি।’

হাসপাতালের এসএনসিইউ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, জন্মের পর থেকে শিশুকন্যাটির অক্সিজেন স্যাচুরেশন কম ছিল। যেখানে অক্সিজেন স্যাচুরেশন ৯০ শতাংশের বেশি থাকার কথা, শিশুটির ক্ষেত্রে তা ৮০ শতাংশ ছিল। এসএনসিইউতে প্রথমদিন তাকে অক্সিজেন দিয়ে রাখা হয়। এরপর চারদিন সিপ্যাপে রাখা হয়। এছাড়া রক্তে হিমোগ্লোবিন কম থাকায় একবার রক্ত দেওয়া হয়। ১০০ দিনের বেশি সময় এসএনসিইউতে থাকার পর অনামিকা সুস্থ হয়ে ওঠে। তাঁর বাড়ি থেকে যে নম্বর দেওয়া হয় সেটায় যোগাযোগ করলে হাসপাতাল কর্তৃপক্ষকে বলা হয় বাচ্চার মা মারা গিয়েছেন। পরিবারের লোক হাসপাতালে আসবে বলেও আসেনি। আলিপুরদুয়ার জেলা চাইল্ড ওয়েলফেয়ার কমিটির চেয়ারম্যান অসীম ঘোষের বক্তব্য, ‘এই ধরনের বাচ্চার দেখভাল করার জন্য কর্মী রয়েছে। তাঁরা আপাতত শিশুটিকে দেখভাল করবে। শিশুকন্যাটিকে কেউ দত্তক নেবেন কি না সেটাও দেখা হচ্ছে। সরকারি পোর্টালে সেই তথ্য দেওয়া হবে।

Solanki Paul
Solanki Paulhttps://uttarbangasambad.com/
Solanki Paul is working as Sub Editor based in Darjeeling district of West bengal since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Varun Dhawan | শোকের ছায়া মালাইকার পরিবারে, কিন্তু কোন বিষয়ে বেজায় চটলেন বরুণ?

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শোকের ছায়া নেমে এসেছে মালাইকা অরোরার (Malaika Arora) পরিবারে। বুধবার সকালে ছয়তলা বাড়ির ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছেন তাঁর...

Birupaksha Biswas | ডাক্তারিতে ভর্তির আশ্বাস দিয়ে ৮ লক্ষ টাকা আদায়! নয়া কীর্তি ফাঁস...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ আরজি কর কাণ্ডে 'সাসপেন্ড' হওয়া চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে আরও এক অভিযোগ এ বার প্রকাশ্যে এল। অভিযোগ, চার বছর আগে...

Junior Doctors’ Movement | আন্দোলনে ‘রাজনীতি’ দেখছেন চন্দ্রিমা, পত্রপাঠ খারিজ জুনিয়র ডাক্তারদের

0
শিলিগুড়ি: আরজি কর কাণ্ডের প্রতিবাদে আন্দোলনরত চিকিৎসকরা রাজনৈতিক ভাবে প্রভাবিত হচ্ছেন। এদিন নবান্নে মুখ্যসচিব ও ডিজিকে পাশে বসিয়ে এই অভিযোগ করেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী...

Changrabandha | ট্রাক ধর্মঘটের জের, বন্ধ চ্যাংরাবান্ধা সীমান্ত দিয়ে রপ্তানি বাণিজ্য

0
চ্যাংরাবান্ধা: সাত দফা দাবিতে ১১ থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত ট্রাক ধর্মঘটের ডাক দিয়েছে ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন (Federation Of West Bengal...

Asansol | জাল লাইসেন্স দেখিয়ে বেসরকারি সংস্থায় গান ম্যানের চাকরি, আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার ৫

0
কুলটিঃ আগ্নেয়াস্ত্রের জাল লাইসেন্স দেখিয়ে একটি বেসরকারি সংস্থায় গান ম্যানের কাজ নিয়েছিলেন জনা কয়েক যুবক। সম্প্রতি, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের দুর্গাপুরের কোকওভেন থানার পুলিশ...

Most Popular