রাঙ্গালিবাজনা: মাপজোখ নিয়ে প্রশ্ন তুলে বুধবার আলিপুরদুয়ার জেলার ফালাকাটার দক্ষিণ দেওগাঁওয়ে ২৮ লক্ষ ৫৯ হাজার টাকার স্প্যান স্ল্যাব কালভার্ট তৈরির কাজ বন্ধ করে দিয়েছিলেন গ্রামবাসীরা। বৃহস্পতিবার সরেজমিনে তদন্ত করেন বাস্তুকার। শুক্রবার থেকে নির্মীয়মাণ খুঁটির একাংশ ভেঙে ফেলার কাজ শুরু হল। দেওগাঁও গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রহিফুল আলম বলেন, ‘শিডিউল অনুযায়ী কাজ হচ্ছিল না। তাই জনগণকে নিয়ে বাস্তুকারের কাছে নালিশ জানিয়েছিলাম।‘ যদিও ঠিকাদারের প্রতিনিধি জানান, বাস্তুকারের নির্দেশ মতোই কাজ হচ্ছিল। আবার বাস্তুকারের নির্দেশেই একটি অংশ ভেঙে পুনর্নির্মান করা হচ্ছে। কোনও অনিয়ম হয়নি।
রাঙ্গালিবাজনা ৫ মাইল রোডে ওই ৬ মিটার দীর্ঘ স্প্যান স্ল্যাব কালভার্ট তৈরির টাকা বরাদ্দ করেছে ডব্লিউবিএসআরডিএ। সম্প্রতি কাজ শুরু হয়। গোড়াতেই কাজ আটকে দেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, খুঁটির মাপ, গভীরতা কোনোটাই ঠিক ছিল না। তাই তাঁরা কাজ বন্ধ করে দেন।
এদিকে নির্মিত অংশ ভেঙে ফেলার কাজে সন্তোষ প্রকাশ করলেও ডাইভারশন নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন এলাকাবাসীরা। সরু ও খাড়া ডাইভারশন দিয়ে চলাচল করতে গিয়ে প্রতিদিনই উলটে যাচ্ছে অটো এবং টোটো। তবে ঠিকাদারের প্রতিনিধি জানান, শিডিউলে ডাইভারশনের টাকা ধরা নেই। তবু অ্যাম্বুলেন্স এবং মোটরবাইক যাতায়াতের জন্য জরুরি রাস্তা তৈরি করা হয়েছে। বাকি যানবাহনগুলি চলাচলের জন্য ঘুরপথে একটি রাস্তা মেরামতির জন্য গ্রামপঞ্চায়েতের মাধ্যমে ৭০ হাজার টাকা খরচ করা হচ্ছে।