Thursday, June 1, 2023
Homeজাতীয়বিয়ের মঞ্চে নিয়োগের দাবি, স্লোগানে গলা মেলালেন নববধূ

বিয়ের মঞ্চে নিয়োগের দাবি, স্লোগানে গলা মেলালেন নববধূ

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিয়ের মঞ্চেই শিক্ষক নিয়োগের দাবিতে স্লোগানে দিলেন নববধূ। প্রায় ৯ বছর আগে টেট পাশ করেও চাকরি মেলেনি। নিয়োগ প্রক্রিয়া এখনও ঝুলে থাকায় চাকরির দাবিতে আন্দোলনও করছেন। এরই মধ্যে বিয়ে ঠিক হয়েছে তাঁর। সেই বিয়ের মঞ্চেও শিক্ষক নিয়োগের দাবিতে স্লোগান দিলেন পূর্ব বর্ধমানের ভাতারের আমারুনের খেড়ুর গ্রামের বাসিন্দা অভয়া রায়। ‘বিয়ের আসর থেকে দিচ্ছি ডাক, বঞ্চিতরা চাকরি পাক’- তাঁর এই স্লোগানের ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

অভয়া জানান, ২০১৪ সালে প্রাথমিকে নিয়োগের টেট পাশ করেন তিনি। এখনও চাকরি পাননি। বাবা একটি দুর্ঘটনার পরে অসুস্থ হয়ে বাড়িতে থাকেন। দাদা গ্রামে পুজোপাঠ করেন। গত শনিবার ভাতারের ছাতনি গ্রামের রিন্টু দে-র সঙ্গে অভয়ার বিয়ে হয়। শিক্ষক নিয়োগের দাবিতে এক সঙ্গে আন্দোলন করা উত্তর ২৪ পরগনার মিতালি পাল, ঝাড়গ্রামের সুষেণ মাহাতো, নদিয়ার রাজু বণিক, বর্ধমানের অপূর্ব পাল-সহ জনা দশেক বন্ধু বিয়েতে এসেছিলেন। তাঁরাই জানতে চান, এরপরেও কি অভয়া আন্দোলনে সময় দিতে পারবেন? তাঁদের এই প্রশ্নের উত্তরেই অভয়া জানান, বিয়ের পরেও আন্দোলন চালিয়ে যাবেন, আন্দোলন থেকে সরার প্রশ্নই নেই। এর পরেই তিনি ওই স্লোগান দেন। গলা মেলান বন্ধুরাও। বিদেশের হোটেলে কর্মরত অভয়ার স্বামী রিন্টু বলেন, ‘অভয়া নিজের পায়ে দাঁড়াক, এটাই চাই। ওর কাজকে সমর্থন করি।‘

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments