উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ চিন থেকে ইরানের দিকে উড়ে যেতে দেখা গিয়েছে একাধিক বোয়িং ৭৪৭ বিমানকে! সূত্রের খবর, বিশ্বব্যাপী ফ্লাইট ট্র্যাকিং সংস্থা ‘ফ্লাইটরেডার২৪’-এর রিপোর্টে এমনটাই জানান হয়েছে। এই প্রসঙ্গে জনৈক সংবাদমাধ্যমের প্রতিবেদনে ওই সংস্থার রিপোর্ট তথা ফ্লাইট ট্র্যাকিং তথ্য উদ্ধৃত করে বলা হয়েছে, ‘গত সপ্তাহে র্যাডারে বেশ কয়েকটি বোয়িং ৭৪৭ বিমানকে দেখা গিয়েছে চিন থেকে ইরানের দিকে উড়ে যেতে।’ তবে কি ইজরায়েলের সঙ্গে সংঘাতে প্রচ্ছন্নভাবে তেহরানের পাশে রয়েছে বেজিং?
ওই প্রতিবেদনে আরও জানান হয়েছে যে, অন্তত পাঁচটি বিমান উত্তর চিন থেকে কাজকিস্তানের দিকে গিয়ে দক্ষিন দিকে বাঁক নেয় এবং উজবেকিস্তান ও তুর্কমেনিস্তানের আকাশে পৌঁছায়। র্যাডার তথ্য অনুযায়ী, এই সময় বিমানের অভিমুখ ইরানের দিকে ছিল বলেই জানা গিয়েছে। এরপরে বিমানগুলির গতিবিধি আর র্যাডারে ধরা পড়েনি। যদিও এই বিমানগুলি কোনও যুদ্ধবিমান ছিল না বলেই জানান হয়েছে ওই সংবাদ মাধ্যমের রিপোর্টে। যাত্রী তথা পণ্য পরিবহণের ক্ষেত্রে ব্যবহৃত বিমান ছিল এগুলি। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, এই বিমানে করেই ইরানে খাবার তথা অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করত চিন। উল্লেখ্য, চিন যে পরিমাণ গ্যাস ও তেল বাইরে থেকে আমদানি করে তার একটা বড় অংশ আসে এই ইরান থেকেই। সেই দিক থেকে ইরান যে চিনের কাছে বেশ গুরুত্বপূর্ণ সেকথা বলাই বাহুল্য। অপর এক সংবাদমাধ্যমের রিপোর্টে এই বিমানগুলিকে ‘রহস্যময়’ বলেও অভিহিত করা হয়েছে।
বহু ভূরাজনৈতিক পর্যবেক্ষকের ধারণা, ইজরায়েলের সঙ্গে সংঘাতের আবহে তেহরানের পাশে দাঁড়াতেই ওই বিমানগুলি ইরানে পাঠিয়েছে চিন। যদিও ওই বিমানগুলি আদৌ ইরানে অবতরণ করেছে কীনা সেই বিষয়ে স্পষ্ট কোনও তথ্য পাওয়া যায়নি। এই বিষয়ে বেজিংয়ের তরফেও কোনও প্রকার বিবৃতি দেওয়া হয়নি এখনও পর্যন্ত।