দুবাই: বার্সেলোনার এমএসএন জুটির কথা কয়েক বছর আগে ফুটবলপ্রেমীদের মুখে মুখে ঘুরত। মেসি-সুয়ারেজ-নেইমারের ত্রিফলা আবার দেখা যেতে পারে মেজর লিগ সকারে। সেই জল্পনা উসকে দিয়েছেন খোদ নেইমারই।
আগামী জুনেই ব্রাজিলিয়ান তারকার সঙ্গে আল হিলালের চুক্তি শেষ হচ্ছে। ২০২৩ সালে যোগ দিলেও এপর্যন্ত সৌদির ক্লাবটির জার্সিতে মাত্র ৭টি ম্যাচ খেলেছেন। চোট-আঘাতের জেরে সিংহভাগ সময়ই মাঠের বাইরে থাকতে হয়েছে। শোনা যাচ্ছে নেইমারের সঙ্গে আল হিলাল আর চুক্তির মেয়াদ বাড়াতে চাইছে না। যদিও ব্রাজিলিয়ান তারকা বলেছেন, ‘সৌদিতে ভালোই আছি। তবে ফুটবল মানেই তো চমক। ভবিষ্যতে কী হয় কে বলতে পারে?’
নেইমারের দুই প্রাক্তন বার্সা সতীর্থ এখন ইন্টার মায়ামিতে। যুক্তরাষ্ট্রের ফুটবলে নেইমারকেও কি দেখা যেতে পারে? তিনি স্পষ্টই জানালেন, আগেও সেই সু্যোগ খুঁজেছিলেন। বললেন, ‘যে সময় আমি প্যারিস সাঁ জাঁ ছাড়ি তখন আমেরিকার দলবদলের বাজার বন্ধ হয়ে গিয়েছে। ফলে ইন্টার মায়ামিতে সই করার কোনও সুযোগ ছিল না। তখন আল হিলালের প্রস্তাব খুব পছন্দ হয়। সেজন্য সৌদি প্রো লিগে খেলার সিদ্ধান্ত নিই।’ ফলে অদূর ভবিষ্যতে মায়ামির ক্লাবটির তরফে প্রস্তাব পেলে নেইমারও যে মার্কিন মুলুকে পাড়ি জমাতে পারেন তা বলাই যায়। একই সঙ্গে নেইমার জানিয়েছেন ২০২৬ সালে কেরিয়ারের শেষ বিশ্বকাপ খেলবেন তিনি। সেজন্য সর্বস্ব উজাড় করে দিতে তৈরি।