Thursday, December 5, 2024
HomeExclusiveNFR | এআইয়ের ব্যবহারের ভাবনা এনএফআরের

NFR | এআইয়ের ব্যবহারের ভাবনা এনএফআরের

গৌরহরি দাস, কোচবিহার: যাত্রীসুরক্ষা বৃদ্ধিতে নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ে (এনএফআর) (NFR) এবার এআই (AI) প্রযুক্তি ব্যবহারের চিন্তাভাবনা শুরু করল। শুধু চিন্তাভাবনাই নয়, গত মঙ্গলবার রেলে যাত্রীসুরক্ষা, পরিচালনামূলক দক্ষতা এবং স্থায়িত্ব বৃদ্ধির লক্ষ্যে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনলজি গুয়াহাটির (আইআইটিজি) সঙ্গে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে চারটি মউ স্বাক্ষর করেছে। এনএফআরের জেনারেল ম্যানেজার চেতনকুমার শ্রীবাস্তব এবং অন্য আধিকারিকদের উপস্থিতিতে আইআইটি গুয়াহাটি প্রাঙ্গণে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে এনএফআরের আধিকারিকদের পাশাপাশি আইআইটিজি’র ডিরেক্টর প্রফেসর দেবেন্দ্র জালিহাল ছিলেন। এনএফআরের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জলকিশোর শর্মা বলেন, ‘মউ স্বাক্ষরের চুক্তিগুলি বাস্তবায়িত হলে যাত্রী এবং রেলওয়ে কর্মীদের যথেষ্ট উপকৃত করবে। এতে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের আধুনিকীকরণে বড় পরিবর্তন আসবে।’

এনএফআর সূত্রে খবর, স্ট্যান্ড-অ্যালোন হাইস্পিড ক্যামেরা ব্যবহার করে কার্গো ট্রেনগুলির নষ্ট এবং সঠিক সিল শনাক্তকরণের গুরুত্ব আরোপ করার ওপর মউ স্বাক্ষরিত হয়। গুয়াহাটির আইআইটি বিশেষজ্ঞদের দ্বারা ডিজাইন করা এই সিস্টেমের লক্ষ্য হবে চুরি প্রতিরোধ করে সুরক্ষা ও পরিচালনগত দক্ষতা শক্তিশালী করা এবং পণ্যবাহী ট্রেনের নিরাপদ পরিবহণ নিশ্চিত করা। দ্বিতীয় চুক্তিটি হয় মূলত যাত্রীদের সুরক্ষাবৃদ্ধির লক্ষ্যে। সম্ভাব্য অপরাধমূলক কার্যকলাপ শনাক্ত করতে এবং এই বিষয়ে কর্তৃপক্ষকে অবগত করতে ফেস রেকগনিজেশন ও অ্যালার্ট সিস্টেমের উন্নয়নে গুরুত্ব আরোপ করা হয়েছে এই চুক্তিতে। উন্নত মেশিন লার্নিং এবং এআই প্রযুক্তি ব্যবহার করে এই পদক্ষেপ যাত্রীদের জন্য এক সুরক্ষিত ভ্রমণ পরিবেশ সৃষ্টি করতে সাহায্য করবে। তৃতীয় চুক্তিটি হল, ট্রেনে অ্যালার্ম চেন পুলিং মেকানিজমের জন্য রিয়েল টাইম অ্যালার্ট সিস্টেম চালু করার মাধ্যমে দীর্ঘদিনের পরিচালনমূলক প্রতিযোগিতার মোকাবিলা করবে। এই সিস্টেমটি ট্রেন পরিচালনার সময় প্রেশার ড্রপ এবং ইমার্জেন্সি রিক্রিয়েশনের মতো সমস্যাগুলি হ্রাস করে সুগম ভ্রমণ এবং উন্নত পরিচালনামূলক ব্যবস্থাপনা নিশ্চিত করবে। চতুর্থ চুক্তিটির লক্ষ্য, রেলওয়ে কলোনি চত্বর এবং কোচিং ডিপোগুলির এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট (ইটিপি) এবং সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমের উন্নতি করা। এই পদক্ষেপ রেলওয়ে চত্বরের মধ্যে স্বচ্ছতা ও সবুজ পরিবেশতন্ত্রকে উৎসাহিত করবে। যা রেলওয়ে কমিউনিটির সামগ্রিক কল্যাণে ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে। একইসঙ্গে এই চুক্তিটিতে অঞ্চলটির রেলওয়ে পরিচালনগত দক্ষতা, সুরক্ষা ও স্থিরতা বৃদ্ধি পাবে।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Gajar Ka Halwa | শীতের মরশুমে মিষ্টিমুখ হোক গাজরের হালুয়ায়,দেখে নিন রেসিপিটা

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক:  শীতকালের অন্যান্য সবজির মধ্যে বেশ জনপ্রিয় সবজি গাজর। আজকের রেসিপি হোক গাজর দিয়ে। চিন্তা নেই, খুব সহজ রেসিপিই আপানাদের বলবো।...

Raiganj | চড়া দামে বিকোচ্ছে বিঘোরের বেগুন

0
রায়গঞ্জ: বেগুন দিয়ে চেনা যায় বিঘোরকে। শীতের উপাদেয় সেই বিঘোরের বেগুন এখন অগ্নিমূল্য। যার কোপ পড়ছে সাধারণের পকেটে। রায়গঞ্জের (Raiganj) প্রসিদ্ধ বিঘোরের বেগুন (Brinjal)...

Sukanta Majumdar | দুটি নয়া ট্রেনের প্রস্তাব সুকান্তর

0
সুবীর মহন্ত, বালুরঘাট: দক্ষিণ ও পূর্ব ভারতের সঙ্গে সরাসরি দক্ষিণ দিনাজপুরের যোগাযোগ বাড়াতে নতুন বছরে এক জোড়া ট্রেন (Train) উপহার দিতে চান সাংসদ তথা...

University of Gour Banga | ‘নেচার’ ইনডেক্সে প্রথম ১০০-তে গৌড়বঙ্গ

0
সৌকর্য সোম ও সম্বিত গুপ্ত, মালদা: বহু বিতর্ক ও অভিযোগ ঘিরে থাকলেও বিগত বেশ কিছুদিন ধরে গবেষণায় উল্লেখযোগ্যভাবে এগিয়ে চলেছে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় (University of...

RG Kar victim | মেয়ের বিচার চেয়ে ফেসবুক পেজ খুললেন তিলোত্তমার বাবা-মা, দেশবাসীকে অনুরোধ...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক:  চলতি বছর ৯ অগাস্ট মেয়েকে হারিয়েছেন তিলোত্তমার (RG Kar Case) বাবা-মা। বিচারের আশায় পেরিয়ে গিয়েছে ৪ মাস। কিন্তু আজও সবটা...

Most Popular