Breaking News

NIA | ইডি’র পর এবার এনআইএ, বিস্ফোরণের তদন্তে গিয়ে তদন্তকারীদের উপর হামলার অভিযোগ

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সন্দেশখালির (Sandeshkhali) পর এবার পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) ভূপতিনগর (Bhupatinagar)। ইডি’র (ED) পর এনআইএ (NIA)। রাজ্যে ফের কেন্দ্রীয় এজেন্সিকে আক্রমণের অভিযোগ উঠল।

সূত্রের খবর, বিস্ফোরণের মামলার তদন্তে গিয়ে আক্রান্ত হল এনআইএর একটি দল। তদন্তকারীদের গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। জিজ্ঞাসাবাদের জন্য এক ব্যক্তিকে নিয়ে যাওয়ার সময় তাঁদের উপর হামলা করা হয় বলে দাবি এনআইএ’র।

জানা গিয়েছে, এনআইএর আধিকারিকরা ভূপতিনগরে গিয়েছিলেন ওই এলাকায় বিস্ফোরণের তদন্ত করতে। এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। অভিযোগ, সেই সময়ই ওই ব্যক্তিকে ছেড়ে দেওয়ার দাবিতে এনআইএ’র গাড়ি ঘিরে ধরেন স্থানীয়রা। হামলা চালানো হয় গাড়িতে। দুই এনআইএ আধিকারিক সামান্য আহত হয়েছেন বলেও খবর।

২০২২ সালের ডিসেম্বরে ভয়াবহ বিস্ফোরণ হয় ভূপতিনগর। ওই বিস্ফোরণে তিনজনের মৃত্যু হয়। আদালতের নির্দেশে সেই বোমা বিস্ফোরণের তদন্ত করছে তদন্তকারী সংস্থা। সেই সূত্রেই সেখানে গিয়েছিলেন তাঁরা। বিস্ফোরণকাণ্ডে সম্প্রতি আটজনকে এনআইএ-র কলকাতার দপ্তরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। অভিযুক্তরা হাজিরা দেননি। এরপরই শুক্রবার রাতে গ্রামে পৌঁছান তদন্তকারীরা। স্থানীয় সূত্রে দাবি, রাতে এনআইএ-র একটি দল নিরাপত্তার জন্য ভূপতিনগর থানায় পৌঁছেছিল। অপর দল ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত একজনকে আটক করে। তখনই হামলার ঘটনা ঘটে। জানা গিয়েছে, ইতিমধ্যে পুরো ঘটনা দিল্লিতে এনআইএ-র সদর দপ্তরে জানানো হয়েছে। তবে এনআইএ-র তরফে এখনও কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি। ইতিমধ্যে ভূপতিনগর থানায় এবিষয়ে এফআইআরও দায়ের করেছেন তদন্তকারীরা।

প্রসঙ্গত, এর আগে গত ৫ জানুয়ারি র‍্যাশন দুর্নীতির তদন্তে শেখ শাহজাহানের (Sheikh Shahjahan) খোঁজে সন্দেশখালিতে গিয়ে আক্রমণের মুখে পড়েছিলেন ইডি আধিকারিকরা। ঘটনায় তিনজন ইডি আধিকারিকের মাথা ফেটে যায়। মাটিতে ফেলে মারধর করা হয় কেন্দ্রীয় বাহিনীর কয়েকজন জওয়ানকেও। এনিয়ে শোরগোল পড়ে যায় সর্বত্র।

Sushmita Ghosh

Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Recent Posts

Weather Report | ফের রাজ্যে বাড়ছে তাপমাত্রা, উত্তরের ৫ জেলায় হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: তীব্র তাপপ্রবাহের পর বৃষ্টিতে রাজ্যের তাপমাত্রা নেমেছিল কিছুটা। স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল…

39 mins ago

Mamata Banerjee | কপ্টার নামবে মমতার, মাঠ দিল না মন্ত্রীপুত্রের কলেজ, শোরগোল কাঁথিতে

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ যেই কলেজের মাথা মন্ত্রীপুত্র, সেই কলেজের মাঠেই মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার নামার…

10 hours ago

Fire arms | ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার দিনহাটায়, গত দু’দিনে উদ্ধার তিনটি পিস্তল

দিনহাটা: ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার দিনহাটায়। মঙ্গলবার রাতে আগ্নেয়াস্ত্র ও তাজা কার্তুজ সহ এক দুষ্কৃতীকে গ্রেপ্তার…

11 hours ago

Darjeeling | পর্যটকদের জন্য সুখবর! এবার এই নয়া রুটে বাসে করেই পৌঁছে যাবেন দার্জিলিং

শিলিগুড়ি: পর্যটকদের অত্যন্ত পছন্দের গন্তব্য পাহাড়ি শহর মিরিক। তবে এতদিন মিরিক পর্যন্ত বাস পরিষেবা থাকলেও…

11 hours ago

Theft Case | গভীর ঘুমে বাড়ির সদস্যরা, গয়না-টাকা নিয়ে চম্পট দুষ্কৃতীদের

হেমতাবাদ: গভীর ঘুমে আচ্ছন্ন বাড়ির সদস্যরা। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে কার্যত লুঠতরাজ (Theft case)…

11 hours ago

Accident | নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত গতিতে গাছে ধাক্কা মারুতি ভ্যানের, মৃত ১, আহত ৬

কিশনগঞ্জঃ বুধবার রাতে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি গাছে ধাক্কা মারল একটি মারুতি গাড়ি।…

12 hours ago

This website uses cookies.