Sunday, February 16, 2025
HomeBreaking NewsNirmala Sitaraman | ২৪-২৫ অর্থবর্ষে অর্থনৈতিক বৃদ্ধির হার ৬.৫ থেকে ৭ শতাংশ...

Nirmala Sitaraman | ২৪-২৫ অর্থবর্ষে অর্থনৈতিক বৃদ্ধির হার ৬.৫ থেকে ৭ শতাংশ থাকবে, সমীক্ষা রিপোর্ট পেশ করে দাবি নির্মলার

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দেশের অর্থনৈতিক বৃদ্ধি ২০২৪-২৫ অর্থবর্ষে ৬.৫ শতাংশ থেকে ৭ শতাংশের মধ্যে থাকবে।  বাজেট পেশের আগের দিন লোকসভায় আর্থিক সমীক্ষা রিপোর্ট পেশ করে এমনটাই দাবি করলেন অর্থমন্ত্রী (Finance Minister) নির্মলা সীতারামন (Nirmala Sitaraman)।  সোমবার নির্মলা সীতারামন লোকসভায় আর্থিক সমীক্ষা রিপোর্ট পেশ করে বলেন, ‘করোনা পরিস্থিতির পর একাধিক সমস্যার সম্মুখীন হয়েছিল দেশের অর্থনীতি। তবে বর্তমানে দেশের মূল্যবৃদ্ধি (Price rise) নিয়ন্ত্রণে।’’

রিপোর্টে বলা হয়েছে, শেষ অর্থবর্ষে দেশের অর্থনৈতিক বৃদ্ধি ৮.২ শতাংশ আশা করা হয়েছিল। ২০২৪-২৫ অর্থবর্ষে তা ৬.৫ শতাংশ থেকে ৭ শতাংশের মধ্যে থাকবে। একই সঙ্গে, রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মুদ্রাস্ফীতির সূচক ৪.৫ শতাংশ স্থির করেছে। দেশের মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রয়েছে বলেও দাবি করা হয়েছে রিপোর্টে।

সমীক্ষা রিপোর্টে ভারতকে অর্থনীতির ক্ষেত্রে একটি শক্তিশালী স্তম্ভ বলে দাবি করা হয়েছে। এও বলা হয়েছে,  দেশের অর্থনীতি এখন স্থিতিশীল। অর্থমন্ত্রী জানান, শেষ অর্থবর্ষের চারটি ত্রৈমাসিকের মধ্যে তিনটিতেই আর্থিক বৃদ্ধি ছিল ৮ শতাংশের বেশি। ২০২৩ এবং ২০২৪ অর্থবর্ষে উপর ভিত্তি করে তৈরি হওয়া অর্থনৈতিক বৃদ্ধি আগামী বছরেও থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি। রিপোর্টে বার্ষিক বেকারত্বের হার আগামী  অর্থবর্ষে কমতে পারে বলেও আশা প্রকাশ করা হয়েছে। মেয়েদের কাজ করার হারও বেড়েছে বলে রিপোর্টে প্রকাশ। বিশেষত, গ্রামের মহিলাদের কাজ করার প্রবণতা বৃদ্ধি পেয়েছে বলে জানানো হয়েছে রিপোর্টে।

Sabyasachi Bhattacharya
Sabyasachi Bhattacharyahttps://uttarbangasambad.com/
Sabbyasachi Bhattacharjee Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 23 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img
[td_block_21 custom_title="LATEST POSTS"]

Most Popular