তুফানগঞ্জ: উন্নয়নের কাজে রাজ্য সরকার আমাদের সঙ্গে সহযোগিতা করছে না। আমরা উন্নয়ন করতে চাই। উন্নয়ন করার জন্য রাজ্যের বিভিন্ন দপ্তর সেভাবে সহযোগিতা না করায় অসুবিধা হচ্ছে।’ সোমবার তুফানগঞ্জে এসে এমনই অভিযোগ করলেন কেন্দ্রীয় মন্ত্রী জন বারলা ও নিশীথ প্রামাণিক। এদিন স্থানীয় বিধায়কদের নিয়ে তুফানগঞ্জ মহকুমা হাসপাতাল পরিদর্শন করেন দুই কেন্দ্রীয় মন্ত্রী। সেখানে ছিলেন মাথাভাঙ্গার বিধায়ক সুশীল বর্মন, কোচবিহার উত্তর কেন্দ্রের বিধায়ক সুকুমার রায়, নাটাবাড়ির বিধায়ক মিহির গোস্বামী এবং তুফানগঞ্জের বিধায়ক মালতি রাভা রায়। এরপর তাঁরা তুফানগঞ্জ মহকুমা ক্রীড়া সংস্থার মাঠ পরিদর্শন করেন।
নিশীথ প্রামাণিক বলেন, ‘কোচবিহার সংলগ্ন কোনও এক স্থানে স্পোর্টস হাবের জন্য জমি চাওয়া হয়েছিল রাজ্য সরকারের কাছে। কিন্তু রাজ্য সরকার জমি না দিয়ে এখনও অসহযোগিতা করে চলেছে। স্পোর্টস হাব গড়া হলে এখান থেকে জাতীয়স্তরের খেলোয়াড় তৈরি হতে পারত।’ তিনি আরও বলেন, ‘আমরা উন্নয়নে আগ্রহী।’ একই রকম ভাবে রাজ্য সরকারের সমালোচনা করেন কেন্দ্রীয় মন্ত্রী জন বারলাও। তিনি বলেন, ‘উন্নয়নের বিষয়ে রাজনীতি না করা উচিত। আমরা উন্নয়নে বিশ্বাসী। উন্নয়ন করে দেখাতে চাই।’ তিনি আরও বলেন, ‘তুফানগঞ্জে কোনও ব্লাড ব্যাংক না থাকায় এলাকার মানুষের খুব সমস্যা হচ্ছে। আমরা চাই তুফানগঞ্জে একটি ব্লাড ব্যাংক তৈরি করা হোক। এজন্য আমরা প্রচেষ্টা চালাব।
আরও পড়ুন : করোনামুক্ত হওয়ার তিন মাস পর বুস্টার ডোজ, নয়া নির্দেশ স্বাস্থ্যমন্ত্রকের