দিনহাটা: মুখ্যমন্ত্রীকে গঙ্গার জলে নিক্ষেপ করার ডাক দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। এদিন সন্ধ্যায় কোচবিহার জেলার দিনহাটার গোসানিমারির জনসভা থেকে মন্ত্রী এহেন মন্তব্য করেন। আগামীতে বাংলায় গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, এই রাজ্য থেকে তৃণমূলকে ধুয়ে মুছে সাফ করে মুখ্যমন্ত্রীকে নবান্নের চোদ্দ তলা থেকে গঙ্গার জলে নিক্ষেপ করার শপথ নিতে হবে বলে জানান তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক তাঁর বক্তব্যে রাজ্য সরকারের কঠোর সমালোচনা করেন। মন্ত্রী এরাজ্যে তৃণমূলের অপশাসন, দুর্নীতি সহ নানা বিষয়ে কড়া ভাষায় বক্তব্য রাখেন।
এবিষয়ে তৃণমূলের জেলা চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন বলেন, ‘এটা মায়ের কাছে মামার বাড়ির গল্প। তৃণমূলে তাঁর জন্ম। মুখ্যমন্ত্রীর হাত ধরে বড় হওয়া। পরে আশ্রয় নিয়েছে বিজেপির কোলে। তাঁর পক্ষে রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিশ্চিহ্ন করা যে সম্ভব নয়, সেটা বলার অপেক্ষা রাখে না। মানুষকে প্রতারণা করে সাময়িক ভোলানো যায়। কাজেই বাংলার মানুষ বিজেপির দ্বিচারিতা বুঝে গিয়েছে।’