উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শনিবার অর্থাৎ আজ দিল্লিতে নীতি আয়োগের (NITI Aayog) বৈঠক অনুষ্ঠিত হবে। ‘অপারেশন সিঁদুর’এর (Operation Sindoor) পর এই প্রথম সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে মুখোমুখি হতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। মনে করা হচ্ছে, মুখ্যমন্ত্রীদের এই অভিযানের বিষয়ে অবহিত করবেন প্রধানমন্ত্রী। তবে বৈঠকের মূল আলোচ্য ‘বিকশিত রাজ্য, বিকশিত ভারত’। সমস্ত রাজ্যগুলির নানা বিষয় নিয়ে আলোচনা হবে বলে মনে করা হচ্ছে। ২০৪৭, অর্থাৎ স্বাধীনতার শতবর্ষকে বিকশিত ভারত গড়ার লক্ষ্যে রাজ্যগুলির লক্ষ্যমাত্রা ঠিক করে দিতে চায় কেন্দ্র। এদিনের বৈঠকে এই ব্যাপারে কেন্দ্রের লক্ষ্য ও নির্দেশিকা মুখ্যমন্ত্রীদের সামনে পেশ করবেন প্রধানমন্ত্রী ও কেন্দ্রের মন্ত্রীরা। এদিন সকাল ১০টায় বৈঠক শুরুর কথা রয়েছে।
‘অপারেশন সিঁদুর’এর পর এই প্রথম মুখোমুখি হবেন সব রাজ্যের মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী। ফলে পাকিস্তানের জঙ্গি সন্ত্রাসের পাশাপাশি প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীদের অনুপ্রবেশকারী বাংলাদেশিদের ফেরত পাঠানোর বিষয়ে রাজ্যগুলির দায়িত্ব স্মরণ করিয়ে দিতে পারেন বলে মনে করছে ওয়াকিবহাল মহল। তবে এদিনের বৈঠকে নাকি উপস্থিত থাকছেন না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। এই বিষয়ে নবান্নের তরফে কোনও ব্যাখ্যা পাওয়া যায়নি। তবে কোনও কোনও মহল মনে করছে, বিগত বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন তাঁকে প্রয়োজনীয় কথা বলতে দেওয়া হয়নি। তাঁর মাইক মাঝপথে বন্ধ করে দেওয়া হয়েছিল। তিনি প্রতিবাদে কক্ষ ত্যাগ করেন। মুখ্যমন্ত্রী সেদিনই বলেছিলেন, নীতি আয়োগের বৈঠকে আর যোগ দেবেন না তিনি। যদিও কেন্দ্র মুখ্যমন্ত্রীর দাবি উড়িয়ে জানিয়েছিল, তাঁকে বরাদ্দ সময় পর্যন্ত বলতে দেওয়া হয়েছিল।