Wednesday, June 26, 2024
Homeজাতীয়Nitish kumar | ‘আমরা চাই মোদিজি আবার মুখ্যমন্ত্রী হোন,’ পাটনার নির্বাচনি সভায়...

Nitish kumar | ‘আমরা চাই মোদিজি আবার মুখ্যমন্ত্রী হোন,’ পাটনার নির্বাচনি সভায় নীতীশের মন্তব্যে বিতর্ক

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ‘আমরা চাই মোদিজি আবার মুখ্যমন্ত্রী হোন।’ বিহারের একটি নির্বাচনী জনসভায় এমন কথাই বললেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। একবার দুবার নয়, বক্তব্য রাখার সময় এমন কথা বারবার বললেন নীতীশ। তিনি যে ভুল বলছেন তাও ঠাওর হয়নি তাঁর। তবে কেউ এগিয়ে গিয়ে ভুল শুধরে দেননি। নীতীশের মোদি সম্পর্কীত এমন মন্তব্য ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। দলের অন্দরেই মুখ্যমন্ত্রীকে সমালোচনার মুখে পড়তে হয়েছে।

বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের ভাষণের একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তিনি বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রসঙ্গে বলেছেন, ‘আমরা চাই মোদিজি আবার মুখ্যমন্ত্রী হোন।’ নীতীশের এই কথায় মঞ্চের অন্য বক্তা এবং শ্রোতারা চমকে গেলেও গোড়ায় ভেবেছিলেন মুখ ফসকে প্রধানমন্ত্রীর জায়গায় মুখ্যমন্ত্রী বলে ফেলেছেন। কিন্তু একবার নয়, একাধিকবার নরেন্দ্র মোদিকে মুখ্যমন্ত্রী বলেন জেডিইউ সুপ্রিমো। তিনি যে ভুল বলছেন তাও ঠাওর হয়নি তাঁর। তবে কেউ এগিয়ে গিয়ে ভুল শুধরে দেননি। এই ঘটনার জেরে মুখ্যমন্ত্রীর সুস্থতা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই।

প্রসঙ্গত, গত মাসে এক জায়গায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে একই মঞ্চে ভাষণ দেন নীতীশ। প্রধানমন্ত্রী নীতীশকে বলেছিলেন, ‘আপনি খুব ভাল বক্তৃতা করেন। এই প্রথম আপনার পুরো রাজনৈতিক ভাষণ শোনার সুযোগ হল। বেশ ভাল বললেন।’ প্রশংসা শুনেই প্রধানমন্ত্রীর পা জড়িয়ে ধরেছিলেন বিহারের মুখ্যমন্ত্রী। মুহূর্তে সেই দৃশ্য ভাইরাল হয়ে যায়। সমালোচনার ঝড় বয়ে যায় মোদির পা ধরা নিয়ে। বিরোধীরা বলে, এটাই ভবিতব্য ছিল পাল্টুরামের।

সেই ঘটনার পর বিজেপি ও জেডিইউ সিদ্ধান্ত নেয় নীতীশকে আর প্রধানমন্ত্রীর মঞ্চে তোলা হবে না। তাঁর অসংলগ্ন কথাবার্তা মাঝে মধ্যেই বিতর্কে জড়িয়ে নিজের ও দলের ভাবমূর্তিকে প্রশ্ন চিহ্নের মুখে ফেলে দিচ্ছেন মুখ্যমন্ত্রী। এমনকী তিনি ইদানীং অনেক বিষয় ভুলে যাচ্ছেন বলে খবর। জানা গিয়েছে, তিনি সম্প্রতি লন্ডনে গিয়েছিলেন চিকিৎসা করাতে। সেখানে একটি নামজাদা হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন এবং স্মৃতিশক্তির সমস্যা নিয়ে চিকিৎসকদের পরামর্শ নিয়েছেন বলে খবর।

নীতীশের শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন দল। পাশাপাশি বিরোধী দল আরজেডি পালটা প্রচার শুরু করেছে, লোকসভা ভোটের পর শরীর স্বাস্থ্যের বাহানা দিয়ে নীতীশ কুমারকে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে বিজেপি নিজের দলের পছন্দের কাউকে বসানোর ছক কষছে।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Prince-Yuvika | সন্তান আসতে চলেছে প্রিন্স-যুবিকার সংসারে, সুখবর দিলেন তারকা দম্পতি

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পরিবারে আসতে চলেছে নতুন সদস্য। বাবা-মা হতে চলেছেন প্রিন্স নারুলা ও যুবিকা চৌধুরী (Prince-Yuvika)। মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় (Social media) এই...

Buffaloes smuggling | পাচারের আগেই পুলিশের জালে, কিশনগঞ্জ থেকে উদ্ধার ১৫৯টি মোষ, গ্রেপ্তার ৮

0
কিশনগঞ্জঃ বাংলাদেশে পাচারের আগেই উদ্ধার ১৫৯টি মোষ। মঙ্গলবার রাতে এই মোষগুলিকে উদ্ধার করে কিশনগঞ্জের কোচাধামন থানার পুলিশ। দুটি বড় বড় ট্রাকে মোষ গুলিকে পাচার...

Ananta Maharaj | ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা! মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর দিল্লিতে শায়ের দরবারে অনন্ত

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরই এবার দিল্লিতে অমিত শায়ের সঙ্গে দেখা করলেন গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের নেতা তথা বিজেপির রাজ্যসভার সাংসদ...

অম্বুবাচী ছাড়তেই পুজো শুরু শতাব্দী প্রাচীন আদি কামাখ্যাধামে, ভিড় পুণ্যার্থীদের

0
কামাখ্যাগুড়ি: সকাল থেকেই পুণ্যার্থীদের ঢল নামল মধ্য কামাখ্যাগুড়ির শতাব্দী প্রাচীন আদি কামাখ্যাধামে। দূর-দূরান্ত থেকে দলে দলে পুণ্যার্থীরা এসে মন্দির প্রাঙ্গণে লাইন দিয়ে পুজো দিতে...

Kishanganj | পুকুরে স্নান করতে গিয়ে মর্মান্তিক পরিণতি! ডুবে মৃত্যু হল চার কিশোর-কিশোরীর  

0
কিশনগঞ্জঃ পুকুরে স্নান করতে গিয়ে মর্মান্তিক পরিণতি! জলে ডুবে মৃত্যু হল চার কিশোর-কিশোরীর। বুধবার দুপুরে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে কিশনগঞ্জের পুঠিয়া ব্লক এলাকার আররাবাড়ি...

Most Popular