উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মহিলা বিধায়কের উদ্দেশ্যে ‘আপত্তিকর’ মন্তব্য করে বিতর্কে জড়ালেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar)। বুধবার বিহারের বিধানসভায় (Assembly) বিরোধীদের বিক্ষোভের মুখে পড়ে মেজাজ হারিয়ে ফেলেন নীতীশ। সেইসময় আরজেডির এক মহিলা বিধায়কের (RJD MLA) উদ্দেশ্যে ক্ষোভ উগড়ে তিনি বলেন, ‘আপনি মহিলা, কিছুই জানেন না।’ নীতীশের এক মহিলার উদ্দেশ্যে এহেন মন্তব্যের পরই বিতর্কের ঝড় উঠেছে।
বুধবার বিহার বিধানসভায় অধিবেশন চলাকালীন বক্তব্য রাখছিলেন নীতীশ কুমার। সেই সময় বিহারের সংরক্ষণ ইস্যু এবং বিশেষ মর্যাদার বিষয়ে নীতীশ কুমারের সরকারের ব্যর্থতা নিয়ে আক্রমণ করেন বিরোধীরা। নীতীশকে লক্ষ্য করে ‘হায় হায়’ স্লোগান দিতে থাকে বিরোধীরা। তখন বিরোধী শিবির থেকে স্লোগান দিচ্ছিলেন আরজেডির মহিলা বিধায়ক রেখা পাসোয়ান। তখনই তাঁর ওপর ক্ষুব্ধ হয়ে নীতীশ বলেন, ‘আরে আপনি তো মহিলা, কিছুই জানেন না? এরা কোথার থেকে চলে আসে? আপনারা কখনও মহিলাদের জন্য কিছু করেছেন? তিনি আরও বলেন, ‘এখন আমি কথা বলছি। চুপচাপ আমার কথা শুনুন।’ নীতীশের এই মন্তব্যের পরই বিধানসভায় তাঁর বিরুদ্ধে ‘হায় হায়’ স্লোগান আরও জোরাল হয়। সেই সময় নীতীশ নিজের আসন ছেড়ে উঠে পড়েন। তিনি বিরোধীদের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা সবাই হায় হায়। আপনারা যদি আমার কথা না শুনতে চান তাহলে তা আপনাদের সমস্যা।’
উল্লেখ্য, গত মাসে বিহার সরকারের সরকারি চাকরি ও শিক্ষাপ্রতিষ্ঠানে সংরক্ষণের সীমা ৬৫ শতাংশ করার পদক্ষেপকে খারিজ করেছিল পাটনা হাইকোর্ট। এমনকি বিহারকে বিশেষ মর্যাদা দেওয়ার জন্য জেডিইউর প্রস্তাবও খারিজ হয়ে যায় এই সপ্তাহেই। এই বিষয়গুলিকে টেনে বিরোধীরা প্রতিবাদ জানাতে শুরু করলে নীতীশ পালটা জবাব দিয়ে বলেন, ‘সরকার পাটনা হাইকোর্টের সিদ্ধান্তকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করার পদক্ষেপ নিয়েছে।’ কিন্তু এতেও বিরোধীরা শান্ত হননি। বুধবার বিহার বিধানসভায় পরিস্থিতি উত্তপ্ত হতে থাকলে অধিবেশন মুলতুবি করেন বিধানসভার অধ্যক্ষ।