Top News

Nitish Kumar | সঙ্গী বিজেপি, নবমবার বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নীতীশের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পঞ্চমবার জোট বদলে নবমবারের জন্য মুখ্যমন্ত্রী হলেন নীতীশ কুমার (Nitish Kumar)। রবিবার সকালে আরজেডি-র সঙ্গ ছেড়ে বিহারের মুখ্যমন্ত্রী (Bihar CM) পদ থেকে ইস্তফা দেন তিনি। বিকেলেই বিজেপির সমর্থনে আবার বিহারের মসনদে বসলেন নীতীশ। রাজভবনে মুখ্যমন্ত্রী পদে শপথ নেন তিনি। একইসঙ্গে উপমুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন বিজেপির সম্রাট চৌধুরী এবং বিজয় সিং। এবারের শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। শপথ নেওয়ার সময় রাজভবনে শোনা যায় মোদি মোদি স্লোগানও।

শপথগ্রহণ অনুষ্ঠান নিয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন, ‘এ তো স্পষ্ট বোঝা যাচ্ছে ইন্ডিয়া জোটকে ভাঙার জন্য বিজেপি ষড়যন্ত্র করেছিল। আর তাতে যোগ দিয়েছে জেডিইউ। এতদিন ইন্ডিয়া জোট এবং লালু প্রসাদ যাদবকে অন্ধকারে রেখে তলে তলে এই কাজ করে গিয়েছেন নীতীশ।’ এদিকে, নীতীশের দল জেডিইউ-র দাবি, ‘কংগ্রেস ষড়যন্ত্র করে মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়ে ইন্ডিয়া জোটের প্রধানমন্ত্রী মুখ হিসেবে মল্লিকার্জুন খাড়গের নাম প্রস্তাব করানো হয়। কংগ্রেস আসলে ইন্ডিয়া জোটের লাইমলাইটে থাকতে চেয়েছিল। নেতৃত্ব হাতছাড়া করতে চায়নি।’

এদিন সকালে রাজ্যপালের কাছে পদত্যাগপত্র জমা দিয়ে বেরোনোর সময় নীতীশ বলেন, ‘সরকার ঠিকমতো চলছিল না। দেড় বছর আগে একটা জোট ভেঙে বেরিয়ে এসেছিলাম। মহাগঠবন্ধন বানিয়েছিলাম। কিন্তু, দেখলাম এখানেও পরিস্থিতি ঠিক নেই।’ ইন্ডিয়া জোট নিয়ে নীতীশ বলেন, ‘আমি নিজে উদ্যোগ নিয়ে ইন্ডিয়া জোট তৈরি করেছিলাম। কিন্তু দেখলেন তো কী হল। ওখানে সবারই কোনও না কোনও সমস্যা রয়েছে। আমি অনেকদিন ধরে চুপ ছিলাম। এত সমস্যা নিয়ে থাকা যায় না। তাই ইন্ডিয়া জোট আমি ছেড়ে দিলাম।’

Kuhelika Barman

Kuhelika Barman is working as Sub Editor Since 2016. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Recent Posts

Sikkim | বর্ষা নিয়ে সতর্ক সিকিম, পাহাড় কাটায় নিষেধাজ্ঞা

শিলিগুড়ি: উত্তরবঙ্গে বর্ষার প্রবেশ কবে হবে, তা এখনও অনিশ্চিত। তবে বৃষ্টি শুরু হয়ে যাওয়ায় জুন…

9 mins ago

রামের ভোট বামে ফেরা নিয়ে প্রশ্ন

  আশিস ঘোষ বামের ভোট গিয়েছিল রামে। এবার রামের সেই ভোট ফিরে আসছে বামে। ভোটের…

15 mins ago

কন্যাসন্তানের লাঞ্ছনা প্রাপ্য নয় আর

  অভিজিৎ পাল সাতসকালেই সংবাদপত্রের পাতায় দেখি ‘দুঃস্বপ্ন’! কে বা কারা এক শিশুকন্যাকে বস্তাবন্দি করে…

29 mins ago

ইউএপিএ : লঙ্কায় গেলেই হতে হয় রাবণ

  অর্ক দেব গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব ফুরিয়ে আসছে। নির্বাচনি নির্ঘণ্ট অনুযায়ী, নবমীর নিশি অপস্রিয়মাণ।…

37 mins ago

Calcutta High Court Judge | ‘আরএসএসের সদস্য ছিলাম, ফিরে যেতে প্রস্তুত’, বিদায়ী ভাষণে মন্তব্য বিচারপতির

কলকাতা: ‘আরএসএসের সদস্য ছিলাম, সেখানেই ফিরে যেতে প্রস্তুত, বিদায়ী ভাষণে এমনই মন্তব্য করলেন কলকাতা হাইকোর্টের…

55 mins ago

Sikkim | কেন্দ্রীয় সরকারের ‘ধমক’, গাড়ি ভাড়ায় রাশ টানতে পদক্ষেপ করল সিকিম

শিলিগুড়ি: গাড়ি ভাড়ায় রাশ টানতে পদক্ষেপ করল সিকিম। এবিষয়ে কমিটি গঠন, নজরদারি, অভিযোগ জানানোর সেল…

3 hours ago

This website uses cookies.