শিলিগুড়ি: চলতি মাসের শেষ সপ্তাহে এনজেপি-গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রা শুরু হতে পারে, এমনই খবর রেল সূত্রের। বৃহস্পতিবার রাতে ট্রেনটির নতুন রেক এসে পৌঁছেছে এনজেপিতে। উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে সূত্রের খবর, বন্দে ভারতের পরীক্ষামূলক যাত্রা বা ট্রায়াল রান হবে রবিবার।
এদিকে, এনজেপি-গুয়াহাটি পথে বন্দে ভারত এক্সপ্রেসের চাকা গড়ানোর আগেই ক্ষোভ দেখা দিয়েছে কর্মীদের মধ্যে। বিজ্ঞপ্তি জারি না হলেও সেমি হাইস্পিড ট্রেনটির স্ক্রু-র দায়িত্ব দেওয়া হচ্ছে আলিপুরদুয়ার ডিভিশনকে, এই খবর জানাজানি হতেই সিদ্ধান্ত পরিবর্তনের দাবিতে বিক্ষোভ আন্দোলন শুরু করেছেন এনএফ রেলওয়ে এমপ্লয়িজ ইউনিয়ন।
বৃহস্পতিবার এনজেপি এরিয়া অফিসে অবস্থান বিক্ষোভে যোগ দিয়ে সংগঠনের কাটিহার ডিভিশনের সাধারণ সম্পাদক রূপেশ কুমারের হুঁশিয়ারি, ট্রেনটি রাখা হবে নিউ জলপাইগুড়িতে। রক্ষণাবেক্ষণ করা হবে এখানে। কিন্তু চালক এবং গার্ড নেওয়া হবে আলিপুরদুয়ার ডিভিশন থেকে। এটা মেনে নেওয়া যায় না।
সিদ্ধান্ত পরিবর্তন না হলে প্রধানমন্ত্রী যখন সবুজ পতাকা দেখাবেন বন্দে ভারতকে, তখন এনজেপিতে ট্রেনটির সামনে রেললাইনে শুয়ে থাকবেন রেলকর্মীরা। রেলের সিদ্ধান্ত না প্রত্যাহার হওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন চলবে বলে জানান সংগঠনের এনজেপি ১ নম্বর শাখার সাধারণ সম্পাদক ভাস্কর তর।