উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। অধিবেশন শুরু হতেই আদানি সহ একাধিক ইস্যুতে বিরোধীরা সুর চড়িয়েছেন। শুধু সংসদের ভেতরেই নয়, কেন্দ্র সরকারকে কোণঠাসা করতে রণকৌশল সাজাতে চাইছে ‘ইন্ডিয়া’ জোট (INDIA Alliance)। তাই বুধবার এক বিশেষ বৈঠকের ডাক দিয়েছে ‘ইন্ডিয়া’ জোটের শরিকেরা। তবে এই বৈঠকে হাজিত থাকছে না তৃণমূল (TMC) কংগ্রেস। সুতরাং জোড়াফুলের অনুপস্থিতি নিয়ে উঠছে নানান প্রশ্ন।
জানা গেছে, মূল্যবৃদ্ধি, বেকারত্ব এবং কেন্দ্রীয় প্রকল্পে বাংলাকে বঞ্চনা-সহ পাঁচটি ইস্যুতে সরব হতে চাইছে তৃণমূল। এই বিষয়গুলিকে গুরুত্ব দিতে আজই রণকৌশল চূড়ান্ত করতে সংসদ ভবনে বৈঠক ডেকেছেন তৃণমূলের লোকসভা এবং রাজ্যসভার সাংসদরা। বৈঠকে উপস্থিত থাকবেন সাধারণ সম্পাদক তথা দিল্লির নতুন মুখপাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ও (Abhishek Banerjee)। তাই তাঁরা ‘ইন্ডিয়া’ জোটের বৈঠকে উপস্থিত হবেন না।
তৃণমূল শিবিরের এই বিশেষ বৈঠকের মূল উদ্দেশ হল, আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত সংসদের শীতকালীন অধিবেশনে দলের রণকৌশল রচনা। পাশাপাশি দলের সবাইকেই শৃঙ্খলার একটি সুতোয় গাঁথারও নির্দেশ দেওয়া হবে।

