উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ সম্প্রতি ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া নতুন একটি আইড্রপকে অনুমোদন দিয়েছে। প্রেসভু নামে আইড্রপটি ভারতের প্রথম আইড্রপ হতে চলেছে, যা ৪০ বছর বয়সের পর চশমার প্রয়োজনীয়তা কমাবে অর্থাৎ প্রেসবায়োপিয়ার চিকিৎসায় ব্যবহৃত হবে।
প্রস্তুতকারক সংস্থা জানিয়েছে, এই আইড্রপে অ্যাডভান্সড ডায়নামিক বাফার টেকনলজি রয়েছে, যা সহজেই চোখের পিএইচ ভারসাম্য ফেরায়। দীর্ঘকালীন মেয়াদে এই আইড্রপ ব্যবহার করলেও কোনও সমস্যা হবে না বলেই সংস্থার দাবি।
প্রেসবায়োপিয়া চোখের এমন এক সমস্যা যাতে কাছের জিনিস দেখতে অসুবিধা হয়। বয়সের সঙ্গেই বিশেষত ৪০ বছর বয়সের পর এই সমস্যা দেখা দেয়।